Vinesh Phogat Returns Khel Ratna And Arjuna Awards, Leaves Them At Kartavya Path

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর দফতরে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ মাঝপথে আটকে দেয়। তবু অদম্য বিনেশ ফোগত (Vinesh Phogat)। দেশের চ্যাম্পিয়ন কুস্তিগীর নিজের খেলরত্ন (Khel Ratna) পদক ও অর্জুন পুরস্কার (Arjuna Award) রাজধানী নয়াদিল্লির কর্তব্য পথে রেখে দিয়ে এলেন।

বিনেশ আগেই জানিয়েছিলেন যে, কুস্তি সংস্থায় নির্বাচনের নামে প্রহসন এবং মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের নিষ্পত্তি না হওয়ার প্রতিবাদে তিনি অর্জুন ও খেল রত্ন ফিরিয়ে দেবেন। এর আগে বজরঙ্গ পুনিয়া তাঁর পদ্মশ্রী পদক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাথে রেখে দিয়ে এসেছিলেন। এবার সেই পদাঙ্ক অনুসরণ করলেন বিনেশ। ২০১৬ রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী পালোয়ান সাক্ষী মালিক অবসর ঘোষণা করে দিয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রীর দফতরে যান বিনেশ। কিন্তু সংসদের বাইরের রাস্তায় (কর্তব্য পথ) তাঁকে আটকায় পুলিশ। তার পরে সেখানেই রাস্তায় নিজের দুই পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো খেলরত্ন ও অর্জুন লাল শালু বিছিয়ে রেখে দিয়ে আসেন তিনি। কুস্তিগীরদের প্রতিবাদ যেন আরও জোরাল হয়ে উঠল।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বিনেশ। তিনি জানিয়েছিলেন, কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছেন তিনি। তাঁর খেলার জন্য খেলরত্ন ও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাঁকে। কিন্তু ভারতের কুস্তি সংস্থায় দুর্নীতি কমছে না। যে ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এত দিন প্রতিবাদ করে তাঁকে গদি থেকে তাঁরা সরালেন সেই ব্রিজভূষণেরই ঘনিষ্ঠ সঞ্জয় সিংহ কুস্তি সংস্থার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিবাদ হিসাবে নিজের দুই সম্মান ফিরিয়ে দিতে চাইছেন তিনি। সেটাই করলেন বিনেশ।           

আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ

যদিও চূড়ান্ত বিক্ষোভের মুখে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। নবনির্বাচিত কুস্তি সংস্থাকে বরকাস্ত করা হয়েছে। গড়া হয়েছে অ্যাজ হক কমিটি। নতুন করে নির্বাচনের তোড়জোড়ও চলছে। অন্যদিকে সংঘ ঘনিষ্ঠ এবং ব্রিজভূষণ শিবিরের সঞ্জয় সিংহ জানিয়েছেন, তাঁরা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারেন।