নৌকার দায়িত্বে থেকে ভোট চাইছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপ্তিষ চন্দ্র হালদার পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের (ঈগল প্রতীক) পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। কিন্তু পিরোজপুর জেলায় তিনি ও আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতা নৌকার দায়িত্বে রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার একটি ভিডিও এ প্রতিনিধির হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দীপ্তিষ চন্দ্র হালদার একটি বাড়ির উঠানে এক নারীকে ঈগল প্রতীকের একটি লিফলেট হাতে ধরিয়ে দিয়ে বলছেন, ৭ তারিখ আপনারা সবাই ভোট দিতে যাবেন। আউয়াল ভাইয়ের হয়ে ভোট চাইতে এসেছি।

দীপ্তিষ চন্দ্র হালদার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য। তার বাড়ি পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলায়। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ও আরেক নির্বাহী কমিটির সদস্য আসিফ মোহাম্মদ জলি পিরোজপুর জেলার দায়িত্ব পেয়েছেন নৌকার পক্ষে কাজ করার জন্য।

দীপ্তিষ হালদার এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমূল্য রঞ্জন হালদারের সঙ্গে স্বতন্ত্র পদে নির্বাচন করছেন। অমূল্য রঞ্জন হালদার তার (দিপ্তীষ হালদার) শিক্ষক। এ নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। আর বিজয়ী হয়েছেন অমূল্য রঞ্জন হালদার।

এ বিষয়ে দিপ্তীষ চন্দ্র হালদারের মোবাইল ফোনে দেওয়া হলে তিনি রিসিভ করেননি। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের সমন্বয়ক স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

পিরোজপুর-১ আসনে (নাজিরপুর-পিরোজপুর-ইন্দুরকানী) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। শ ম রেজাউল করিম আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন সম্পাদক। এ ছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান।

পিরোজপুর-১ আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। তিনি পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলায়।