বর্ষশেষেও পথ দুর্ঘটনার সাক্ষী মহানগরী, বিড়লা মন্দিরের সামনে দুমড়ে মুচড়ে গেল গাড়ি

বর্ষশেষের দিনও পথ দুর্ঘটনা পিছু ছাড়ল না কলকাতার। সাতসকালে শহরের বুকে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল। আজ, রবিবার সকাল ৬টা নাগাদ বিড়লা মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। পথ দুর্ঘটনার জেরে ফুটপাথের উপর উঠে গিয়েছিল ক্ষতিগ্রস্ত গাড়ি। এমনকী বেরিয়ে আসে গাড়ি থেকে এয়ারব্যাগ। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় পথ দুর্ঘটনাটি ঘটে। তীব্র গতির জেরেই এই পথ দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর কোনও খবর মেলেনি। তবে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, বন্ধুরা মিলে দু’টি বিলাসবহুল গাড়িতে করে ফিরছিল। এই দুটি গাড়ি চলছিল বেপরোয়া গতিতে। এমনকী মাঝপথে তারা রেষারেষি করতে শুরু করে। বন্ধুদের দল মিলে এই কাজ করছিল বলে খবর। তার মধ্যে একটি গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে মোট চারজন ছিল। তীব্র গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এই পথ দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে গিয়ে গাড়িটি ধাক্কা মারে। তার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। তবে ওই চার বন্ধু গাড়িটি থেকে বেরতে সক্ষম হয়।

অন্যদিকে পথ দুর্ঘটনার পরই অন্য গাড়িতে থাকা বন্ধুর দলটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বন্ধুদের বের করে নেয়। আর চুপিসারে সেখান থেকে চম্পট দেয়। যাতে পুলিশ ধরতে না পারে। তারপর দ্বিতীয় গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। খবর পেয়ে সেখানে আসে বালিগঞ্জ থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি চালাচ্ছিল একজন বন্ধু। তবে বিষয়টি ধরা পড়ে যাবে বলে আশা করছে পুলিশ। কেন এই পথ দূর্ঘটনা ঘটল?‌ তদন্তে নেমে জানতে পারা গিয়েছে, ওই বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিল। তাই এই পথ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:‌ শহরের বুকে বেশ কয়েকটি বাস রুট বন্ধ হতে চলেছে, পুরনো বাতিলে আগমন নতুনের

ইতিমধ্যেই গাড়িতে যে যুবকরা ছিল তাদেরই একজনের অভিভাবক আজ সকালে পুলিশের সঙ্গে দেখা করেন। গোটা বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে হতাহতের খবর না থাকায বড় কোনও অভিযোগ দায়ের হয়নি। পথ দুর্ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। তনবির আহমেদ নামে এক ব্যক্তি পুলিশকে বলেন, ‘‌আমার ছেলে গড়িয়ায় বিয়ে বাড়িতে গিয়েছিল। ছেলের সঙ্গে তার দু’টো বন্ধুও ছিল গাড়িতে। গাড়ি অন্য একজন চালাচ্ছিল। ওটা ওর এক বন্ধুরই গাড়ি। বিয়ে বাড়ি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনা ঘটে। তবে কারও কোনও ক্ষতি হয়নি।’‌