লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহত করবে ব্রিটেন

লোহিত সাগরে বাণিজ্যিক নৌযানকে লক্ষ করে চালানো ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ব্রিটেন। সোমবার প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, এই দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে ব্রিটিশ সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রান্ট শ্যাপস লিখেছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ রক্ষায় যুক্তরাজ্য সরাসরি পদক্ষেপ নিতে রাজি।

হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। নভেম্বর থেকে লোহিত সাগরে নৌযান লক্ষ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা।

প্রায় প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বাব আল-মান্দাব প্রণালিতে নৌযান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বড় কয়েকটি জাহাজ কোম্পানি। হুথিদের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক মেরিটাইম নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করেছে। 

মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ হুথিদের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।

ব্রিটিশ যুদ্ধজাহাজ কর্তৃক ডিসেম্বরে লোহিত সাগরে সন্দেহভাজন হামলাকারী ড্রোনকে ভূপাতিত করার কথা তুলে ধরে তিনি লিখেছেন, আমরা আরও পদক্ষেপ নিতে দ্বিধা করব না।

শ্যাপস লিখেছেন, হুথিদের মনে কোনও ভুল ধারণা থাকা উচিত নয়, আমরা বেআইনি হামলা ও আটকে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করব। লোহিত সাগরে চলমান হামলায় হিসাবে ভুল ও বৃদ্ধিতে আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

তিনি আরও লিখেছেন, লোহিত সাগর সুরক্ষিত না হলে দক্ষিণ চীন সাগর ও ক্রিমিয়াতেও ঝুঁকি বাড়বে। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি পরীক্ষা এবং যুক্তরাজ্যের উচিত নিজেদের মিত্রদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো।