16th Finance Commission: নীতি আয়োগের প্রাক্তন ভাইস- চেয়ারম্যান এবার অর্থ কমিশনের প্রধানের চেয়ারে, কে তিনি?

নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগরিয়াকে এবার ১৬তম অর্থ কমিশনের প্রধান হিসাবে নিয়োগ করা হল। কেন্দ্রীয় সরকার রবিবার এই নির্দেশিকা জারি করেছে। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে ২০১৭ সালের অগস্ট মাস পর্যন্ত তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কেরও তিনি প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ছিলেন। সেই প্রখ্য়াত অর্থনীতিবিদকে এবার ১৬ তম অর্থ কমিশনের প্রধানের পদ দিল মোদী সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ।

২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি তাঁকে পদ্মভূষণ দিয়েছিলেন।অর্থনীতি ও পাবলিক পলিসিতে তাঁর অসামান্য অবদানের জন্য় তাঁকে এই সম্মান প্রদর্শন করা হয়েছিল।

 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজ্যেও পদস্থ আমলার পদে পরিবর্তন হচ্ছে। এবার দেশের অর্থ কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হল এই প্রখ্য়াত অর্থনীতিবিদকে। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ঋত্বিক রঞ্জনম পান্ডে এই কমিশনের সেক্রেটারি পদে বসবেন।

অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্য়ে কী ধরনের আদানপ্রদান থাকবে, কর সংক্রান্ত ব্যাপারে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই অর্থ কমিশনই। দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতার নিরিখে এবার অর্থ কমিশন চালাবেন তিনি। এমনটাই আশা করছেন অনেকে।