Australia Cricketer David Warner Retires From ODIs, Wants To Play Champions Trophy

সিডনি: টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়েছেন। এবার ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অস্ট্রেলিয়ার প্রয়োজন পড়লে ফের ওয়ান ডে ক্রিকেট খেলবেন বলেও জানিয়ে রাখলেন অজ়ি তারকা।

সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) ওয়ার্নার বলেছেন, ‘আমি ওয়ান ডে ক্রিকেট থেকেও অবশ্যই অবসর নিচ্ছি। বিশ্বকাপের সময়ও সেটা বলেছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জয় একটা বিরাট প্রাপ্তি। তাই আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম আজ। আমি সেই সব ফর্ম্যাট থেকেই বিদায় নিতে চাই যে ফর্ম্যাটে খেললে বিশ্বের অন্যান্য লিগে খেলা হবে না। ওয়ান ডে দলেরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। জানি চ্যাম্পিয়ন্স ট্রফি এগিয়ে আসছে। আমি যদি আগামী দু’বছর পর্যাপ্ত ক্রিকেট খেলি এবং ম্যাচের মধ্যেই থাকি, আর যদি অস্ট্রেলিয়ার কাউকে দরকার হয়, তাহলে আমি আছি।’

যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আচমকা প্রত্যাবর্তন না ঘটান, তাহলে ২০২৩ সালের ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  ভারতের বিরুদ্ধে খেলা ফাইনালই ওয়ান ডে ক্রিকেটে ওয়ার্নারের শেষ ম্য়াচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। সব মিলিয়ে ১৬১ ওয়ান ডে ম্যাচে ৬৯৩২ রান করেছেন ওয়ার্নার। ৪৫.৩০ ব্যাটিং গড় রেখে। বরাবরই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ওয়ার্নার। যার প্রতিফলন তাঁর পরিসংখ্যানেও। ৯৭.২৬ স্ট্রাইক রেটে রান করেছেন ওয়ার্নার। অর্থাৎ প্রত্যেক ১০০ বলে ৯৭ রানেরও বেশি। যা ওয়ান ডে ক্রিকেটে বেশ আকর্ষণীয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ওয়ান ডে ক্রিকেটে ২২টি সেঞ্চুরি রয়েছে তাঁর। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়ার্নার। সেঞ্চুরির সংখ্যায় তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয়। শীর্ষে রিকি পন্টিং। ২৯ সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের। তবে তাঁর চেয়ে ২০৫টি কম ইনিংস খেলেছেন ওয়ার্নার।

এমনিতেই দুবাই ক্যাপিটালসের হয়ে আইএলটি-২০-তে খেলবেন বলে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরের মাসে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতেন না ওয়ার্নার। টি-টোয়েন্টি সিরিজেও তাঁর না খেলার কথা। তবে ২০২৪ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সেই টুর্নামেন্টে খেলতে চান ওয়ার্নার। আর একটি টি-টোয়েন্টি খেললেই তাঁর সব ধরনের ফর্ম্যাটে অন্তত একশোটি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে যাবে।

নভেম্বরে ওয়ান ডে বিশ্বকাপের পরই ওয়ার্নার ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার চেষ্টা করতে চান। যদিও সেই সময় তাঁর বয়স হবে ৪১। ওয়ার্নার পরে জানান, ভারতের মাটিতে বিশ্বকাপে যেভাবে তাঁদের দল ঘুরে দাঁড়িয়ে জিতেছে, তাতে এটাই সরে দাঁড়ানোর সেরা সময়।

আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে