Car crash: নববর্ষের ভোরে পিকনিক করতে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬ যুবক

নববর্ষের ভোরে মার্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ যুবকের। ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের বিস্তুপুর থানার অধীনে সার্কিট হাউস গোলচক্করের কাছে সোমবার ভোরবেলা একটি সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু হয়েছে। 

বিস্তুপুর থানা ওসি অঞ্জনি কুমার,ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘প্রতিবেশী সেরাকেলা-খারসাওয়ান জেলার অন্তর্গত আদিত্যপুরের আরআইটি থানা এলাকার আট যুবক একটি গাড়িতে করে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছিলেন। গাড়িটি একটি লোহার খুঁটিতে ধাক্কা মারে এবং তারপরে সোমবার ভোর ৫টা ১৫ নাগাদ সার্কিট হাউস গোলচক্করের কাছে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। পাঁচ যুবক ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজনকে চিকিৎসার জন্য মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান। দুইজন আহতকে টাটা মেইন হাসপাতালে (টিএমএইচ) চিকিৎসাধীন।’

 অঞ্জনি কুমার জানায়েছেন, মৃতদের নাম ছোট যাদব, সুরজ সাহু, মনু, টুকটুক, শুভম এবং হেমন্ত। হর্ষ ঝা এবং রবি ঝা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এবং এমজিএমএমসিএইচ থেকে টিএমএইচ স্থানান্তরিত করা হয়েছে। 

আহত রবি ঝা-র বাবা সুনীল ঝা বলেন, ‘তারা সকলেই রবিবার রাতে বাড়ির কাছে ৩১শে ডিসেম্বর উদযাপন করছিল। তারা একটি লিট্টি পার্টিরও আয়োজন করেছিল। তারা কখন বিস্তুপুরে চলে গেছে সে বিষয়ে আমরা অবগত নই এবং কোনও ধারণাও নেইট। . মর্মান্তিক দুর্ঘটনার খবর আসার গোটা পরিবার শোকগ্রস্ত হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে যে দুর্ঘটনার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে ইন্ডিগো গাড়িটি একটি লোহার বলের মতে হয়ে গিয়ে চারপশে ছড়িয়ে পড়ে। গাড়িটি এতো দ্রুত গতিতে চলছিল যে প্রথমে ডিভাইডার, তারপর একটি লোহার খুঁটিতে ধাক্কা মারে। তারপর একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। 

দুর্ঘটনাস্থলটি সার্কিট হাউস গোলচক্কর থেকে সার্কিট হাউস গেটের দিকে মাত্র ১৫-২০ ধাপ এগিয়ে ছিল। আদিত্যপুরের আরআইটি পিএস এলাকার অধীনে বাবা কুটি আশ্রম এলাকার যুবকরা সোমবার সকালে নববর্ষ উদযাপন করতে পিকনিক করতে যাচ্ছিল।