Fihad Hakim on corruption: দলের ‘একাংশ জড়িয়েছে দুর্নীতিতে’, স্বীকার করে বিস্ফোরক ফিরহাদ

দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বিস্ফোরক মন্তব্য করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি কার্যত স্বীকার করে নেন, দলের একটা অংশ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। তাঁর কথায়, ‘চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক।’

সোমবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা পুরসভা ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ফিরহাদ হাকিম। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েই তিনি কলকাতা পুরসভার মেয়র। এদিন তিনি বলেন, ‘আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিত ভাবে অন্যায় করছেন, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। কিন্তু তা বলে আমরা সবাই দুর্নীতিগ্রস্ত নই। আমার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে।  আমাকে সিবিআই গ্রেফাতরও করেছে। তবে চেতলার বুকে কোনও মানুষ আজ অবধি বলতে পারবে না, ফিরহাদ হাকিম কোনও রকম দুর্নীতি করেছেন।  আমি ২৫ বছরের কাউন্সিলর। কেউ যদি প্রমাণ করতে পারে কোনও প্রমোটার বা ঠিকাদারের থেকে হাত পেতে টাকা নিয়েছি, সেদিনই আমি পদত্যাগ করব। ’

(পডুন। মমতাকে সামনে রেখেই লড়বে অভিষেক, প্রতিষ্ঠা দিবসে ইঙ্গিতপূর্ণ বার্তা সুব্রত বক্সির)

নিয়োগ দুর্নীতির অভিযোগে দলের একাধিক নেতামন্ত্রী জেলে। এই পরিস্থিতিতে এই দুর্নীতি  প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া একই বিষয়।’ তিনি এও জানিয়ে দেন দল চাকরি দুর্নীতি দলে কোনও মতে বরদাস্ত করবে না। 

(পড়ুন। ‘‌অভিষেকের কথা শুনলে দলেরই মঙ্গল হবে’, বক্সির বক্তব্য খারিজ করলেন কুণাল) 

ফিরহাদের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা শমীক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে ফিরহাদ হাকিম আজকে বলছেন, দলের কয়েকজন দুর্নীতি করেছেন, সেই ফিরহাদই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির করেকদিনপর বলেন, যে ভুল হয়েছে, তা পার্থদার একার ভুল নয়। কালেক্টিভ রেসপন্সিবিলিটি। এই দুর্নীতি তৃণমূলের সবার দুর্নীতি।’

দলের প্রতিষ্ঠা দিবসের দিন দলের সভাপতি সুব্রত বক্সির বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এদিনই আবার দলে দুর্নীতিতে জড়িত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে আবার নতুন চর্চার ইন্ধন দিলেন ফিরহাদ হাকিম।