IIT BHU ছাত্রীর গণধর্ষণকাণ্ডে ৩ অভিযুক্ত গ্রেফতার, ধৃতদের বিজেপি-যোগ রয়েছে, দাবি বিরোধীদের

গত নভেম্বর মাসে আইআইটি বিএইচইউ (বেনারস হিন্দু ইউনিভার্সিটি) ক্যাম্পাসে এক তরুণীর গণধর্ষণের অভিযোগ ঘিরে সদ্য ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই উত্তর প্রদেশ পুলিশ ওই ৩ জনকে গ্রেফতার করেছে। ক্যাম্পাসের ভিতর ছাত্রীর গণধর্ষণ ঘিরে গত ২ মাস ধরে প্রতিবাদে উত্তাল ছিল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস। 

উল্লেখ্য, নভেম্বর মাসে ঘটে যাওয়া আইআইটি-বিএইচইউ ছাত্রী এই তরুণীর গণধর্ষণের ঘটনায় বিক্ষোভ বাড়তে থাকে। ঘটনাক্রম ধীরে ধীরে রাজনৈতিক রূপ নেয়। বিরোধীরা দাবি তোলে, অভিযুক্তরা বিজেপির সঙ্গে যুক্ত। বিরোধীদের দাবি ছিল এই অভিযুক্তরা বিজেপির সঙ্গে যুক্ত থাকায় তাদের আড়াল করছে প্রশাসন। এদিকে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ইস্যুতে গত ২ মাস ধরে তপ্ত ক্যাম্পাস। শেষে রবিবার ৩১ ডিসেম্বর অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের পুলিশ। 

ঘটনাটি ঘটে গত ২ নভেম্বর। সেদিন ভোরের দিকে ২২ বছরের এক তরুণী ৩ জন যুবকের দ্বারা শ্লীলতাহানি ও যৌন অত্যাচারের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। এমনই অভিযোগ করা হয়েছে এফআইআর-এ। জানা গিয়েছে, অভিযুক্ত ৩ জন মোটরসাইকেলে যাচ্ছিল। তারা এই যৌন অত্যাচারের ঘটনা ভিডিয়ো বন্দি করে। এফআইআরএ এমনই অভিযোগ রয়েছে। এরপরই ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হন পড়ুয়ারা। তাঁর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন।  মহিলার এফআইআরের পর অভিযোগ দায়ের হয়েছে আইপিসির ৩৫৪ ধারায়। অভিযোগ দায়ের হয়েছে এলাকার লঙ্কা পুলিশ স্টেশনে। অভিযোগের সঙ্গে আলাদা করে যুক্ত হয়েছে গণধর্ষণের ধারা।

এলাকার ভেলুপুর পুলিশ স্টেশনের অ্যাসিসটেন্ট কমিশনার বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় কুনাল পান্ডে। আনন্দ ওরফে অভিষেক চৌহান এবং সাক্ষম প্যাটেল।’ পুলিশ জানাচ্ছে, ৩ অভিযুক্তেরই বয়স ২০ এর ঘরে। তারা কেউই আইআইটি বিএইচইউএর পড়ুয়া নয়। এদিকে, বিরোধীরা এই ইস্যুতে বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের সরকারের দিকে আঙুল তুলতে শুরু করেছে। ২ নভেম্বর ঘটে যাওয়া ঘটনার পর এতদিন বাদে অভিযুক্তদের গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে তোলপাড়।