Pratap Simha: সবার এমন বাবা হয় না, বিজেপির প্রতাপ সিনহার খোঁচার জবাব দিলেন কর্ণাটকের সিএম

কর্ণাটকের মুখ্য়মন্ত্রী সিদ্ধারামাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপি এমপি প্রতাপ সিনহা। তিনি অভিযোগ করেছিলেন যে, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে। এরপরই এনিয়ে মুখ খুললেন সিদ্ধারামাইয়া।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু কেউ নির্দোষ থাকলে তাকে গ্রেফতারের কোনও ব্যাপার নেই। যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিজেপি এমপি প্রতাপ সিনহার ভাই বিক্রম সিনহাকে সম্প্রতি বনদফতর বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে। হাসানের জঙ্গল এলাকায় গাছ কাটার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তারপরই এনিয়ে সরব হন প্রতাপ সিনহা। তিনি বলেন, দুটি কারণে আমি সিদ্ধারামাইয়া স্য়ারকে মালা পরাতে চাই, প্রশংসা করতে চাই। কারণ তাঁর ছেলের রাজনৈতিক কেরিয়ার আর ভবিষ্যতের জন্য। তিনি তার ছেলের জন্য় সব করতে পারেন। মাইসোর-কোডাগু এলাকার এমপি সিট তাঁর ছেলের জন্য নিশ্চিত করতে তিনি সব কিছু করতে পারেন।

প্রসঙ্গত সিদ্ধারামাইয়ার পুত্র যতীন্দ্র বর্তমানে বিধায়ক। 

বিজেপি এমপির দাবি, নিজের ছেলের জন্য় জায়গা তৈরি করতে সিদ্ধারামাইয়া অন্য়কে শেষ করে দিতে চাইছে। 

তিনি জানিয়েছেন, সিদ্ধারামাইয়ার থেকে অনেক কিছু শেখার আছে। এমন বাবা সবার হয় না। নিজের ছেলেকে সুরক্ষিত রাখতে অপরের পরিবারকেও আপনি শেষ করে দিচ্ছেন। তিনি বলেন, একজন দলিত মহিলাকে যখন নগ্ন করে অত্যাচার করা হয় তখন মুখ্যমন্ত্রী কিছু বলেন না। 

এদিকে প্রতাপ সিনহার নাম নিয়ে অবশ্য আগেই আলোচনা হয়েছিল। তিনিই গত ১৩ ডিসেম্বর পার্লামেন্টে যে যুবকরা ঢুকে তাণ্ডব চালিয়েছিল তাদেরকে পাস তিনিই দিয়েছিলেন। তবে এবার অন্য ইস্যুতে সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে মুখ খুললেন প্রতাপ সিনহা।