Tiger in Buxa: ফের বক্সায় বাঘের ছবি, ভুটান নাকি অসম, এল কোথা থেকে? ভিড় বাড়ছে পর্যটকদের

কিছুদিন আগেই নেওড়ার জঙ্গলের প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় বাঘের দেখা মিলেছে। মানে একেবারে রয়াল বেঙ্গল টাইগার। বনদফতরের ট্র্য়াপ ক্যামেরায় ধরা পড়েছে সেই বাঘের ছবি।

তবে শুধু নেওড়ার জঙ্গলে নয়, বক্সার জঙ্গলেও বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। বলা হচ্ছিল সেই বাঘটি নাকি পুরুষ বাঘ। তবে এবার বক্সার জঙ্গলে থাকা ট্র্য়াপ ক্যামেরায় দেখা গিয়েছে একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি।

বক্সার জঙ্গলে বাঘ আছে কি নেই তা নিয়ে বছরের পর বছর ধরে নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে তার মধ্য়েই বক্সার জঙ্গলে, নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখা যায়। সেই পাগমার্ক পরীক্ষাও করা হয়েছে। তার মধ্য়েই এবার ট্র্যাপ ক্য়ামেরায় ধরা পড়ল বাঘের ছবি। আর সেই ছবি দেখে তো হতবাক বনদফতরের আধিকারিকরা। আর এই ছবি দেখার পর আর কোনও তর্ক চলে না যে গত কয়েকদিন ধরে বক্সার জঙ্গলে বাঘ ঘোরাঘুরি করছে। কিন্তু এবার প্রশ্ন, এই বাঘ কি বক্সার জঙ্গলেই থাকে?

নাকি ভুটান পাহাড়ের জঙ্গল থেকে বাঘটি নেমে এসেছে? কারণ ভুটান পাহাড়ের জঙ্গলের সঙ্গে বক্সার জঙ্গলের অনেকটাই যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে ভূটানের জঙ্গল থেকে বাঘ চলে এসেছে বক্সার জঙ্গলে। কারণ বাঘ তো আর দেশের সীমারেখা বোঝে না। তবে শুধু ভুটান থেকে নয়, অসমের জঙ্গল থেকেও বাঘ চলে আসতে পারে বক্সার জঙ্গলে।

এদিকে এর আগে ২০২১ সালের ১১ ডিসেম্বর বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছিল। তারপর আর কোনও ছবি মেলেনি। এদিকে বক্সায় বাঘ থাকার খবরে শুধু যে বনদফতরের অন্দরে তৎপরতা বৃদ্ধি পেয়েছে তেমনটাই নয়, পর্যটকদের মধ্য়েও এনিয়ে উৎসাহ একেবারে তুঙ্গে উঠেছে।

দলে দলে পর্যটকরা বক্সা ভ্রমণে আসছেন। আশা একটাই, যদি একবার বাঘের দেখা মেলে। কারণ সুন্দরবনে রয়াল বেঙ্গল থাকে এটা সকলেই জানেন। কিন্তু বক্সার জঙ্গলে রয়ালের দর্শন পাওয়া সেটা ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে নতুন বছরের প্রথম থেকেই বক্সায় পর্যটকদের ভিড় ক্রমশই বাড়ছে।

তবে জঙ্গল সম্পর্কে অভিজ্ঞদের মতে, বক্সা, মহানন্দা, নেওড়ার জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এনিয়ে এক সপ্তাহে দুবার বাঘের ছবি ধরা পড়েছে ট্র্যাপ ক্য়ামেরায়। তবে জঙ্গলে তাদের খাবারের অভাব যাতে না হয় সেটা দেখা দরকার।