‘একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে জনগণ অংশগ্রহণ করবে না। এ জন্য অবিলম্বে একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।

মঙ্গলবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘বাংলাদেশে চলমান যে সংকট চলছে সেটিকে দূর করার জন্য বিএনপি ও সমমনা দলগুলো আন্দোলন করছে। সরকারকে অনুরোধ করবো, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি যে আন্দোলন করছে সেই সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগ করে এই একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।’

তিনি বলেন, ‘স্বৈরাচার সরকার জনগণকে বিভ্রান্ত ও নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে টিকে থাকতে চায়। কিন্তু পৃথিবীর ইহিতাসে কোনও স্বৈরাচার সরকারি ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না।’

ফারুক বলেন, ‘সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে সেখানে জনগণ যাতে অংশগ্রহণ না করে তার জন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান জানাবো, আপনারা ডামি নির্বাচন বর্জন করুন।’

জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও ছিলেন– সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, মৎসজীবী দলের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।