৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের প্রতিবাদ র‍্যালি

সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে প্রতিবাদ র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে কোথাও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেখা যায়নি।

সোমবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল এক বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই রক্তস্নাত সংগ্রাম, সেটি নিছক ক্ষমতায় যাওয়ার মতো তুচ্ছ কোনও বিষয় নয়। আমাদের স্বাধীনতার স্বপ্নগুলো বাস্তবায়নের, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ, পরমতসহিষ্ণু নিরাপদ শিক্ষাঙ্গণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ছাত্রদলের লাখো নেতাকর্মী নিজেদের জীবন, ক্যারিয়ার, ব্যক্তিগত স্বপ্ন, পারিবারিক জীবনকে বিসর্জন দিয়ে মানুষের পক্ষে অব্যাহত লড়াই করে যাচ্ছে।

এতে আরও বলা হয়, গত ১৫ বছরে দেশের কোনও না কোনও প্রান্তে ছাত্রদলের নেতাকর্মীদের রক্ত ঝরেছে। কিন্তু নির্মম নিপীড়ন সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হইনি। তাই ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যয় মৃত্যুর উপত্যকায় দাড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া।