Biryani Fight: বিরিয়ানির চালটা সেদ্ধ হয়নি কেন? রেস্তোরাঁতেই ক্রেতাদের সঙ্গে মারপিট কর্মীদের

বিরিয়ানির জন্য় বেশ নাম করেছে হায়দরাবাদ। আর হায়দরাবাদের আদিবে একটা রেস্তোরাঁতে বিরিয়ানির মান নিয়ে ক্রেতা ও হোটেলের কর্মচারীদের মধ্য়ে চরম বিবাদ বাঁধে। এরপরই রেস্তোরাঁর কর্মীরা অন্তত পাঁচজন ক্রেতাকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। আর সবটাই হয়েছে বিরিয়ানিটা ঠিকঠাক ছিল না এই অভিযোগকে কেন্দ্র করে।

সেই হামলার একটি ভিডিয়ো ইতিমধ্য়েই ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। এই ঘটনায় ওই রেস্তোরাঁর এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

সংবাদমাধ্য়মে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মঙ্গলহাট এলাকার একটি পরিবার ওই রেস্তোরাঁতে রাতের খাবার খেতে গিয়েছিল। প্রথম তারা রুটি তরকারি অর্ডার করেন। এরপর তারা বিরিয়ানির অর্ডার করেন। এদিকে বিরিয়ানি দেওয়ার পর ক্রেতারা বলেন, চালটা ঠিকঠাক করে সেদ্ধ করা হয়নি। এরপর ওয়েটার সেই ডিশটা নিয়ে চলে যায়। এরপর একই ধরনের একটি ডিশ নিয়ে হাজির করেন তিনি।

এদিকে এরপর যখন ওয়েটার বিল নিয়ে আসে তখন ক্রেতারা বলেন বিরিয়ানির দাম দেব না। কারণ বিরিয়ানির চালটা একেবারেই সেদ্ধ করা ছিল না। এনিয়ে তাদের মধ্য়ে তুমুল ঝামেলা বেঁধে যায়। সেই বচসা চলার সময় একজন ক্রেতা রেস্তোরাঁর এক কর্মীকে সপাটে থাপ্পড় মারে। এরপরই দুপক্ষের মধ্য়ে মারপিট শুরু হয়ে যায়।

এদিকে সেই ভিডিয়োতে দেখা যায়, স্টাফরা বাথরুমের ঝাঁটা, চেয়ার দিয়ে মারছে ক্রেতাদের। মহিলারা ভয়ে চিৎকার করছেন। কিন্তু তারপরেও তাদের রেহাই মেলেনি। রেস্তোরাঁর স্টাফরা একেবারে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ যায়। পুলিশ গিয়ে ১০জন অভিযুক্তকে আটক করে। সেই রাতের মতো রেস্তোরাঁটির ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ঘটনার এখানেই শেষ নয়। সূত্রের খবর, ঘটনার পরে বিধায়ক রাজা সিং ও পুলিশ কর্তার মধ্য়ে ফোনে কথোপকথনের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি পুলিশ ব্যবস্থা না নেয় তবে ওই হোটেল জ্বালিয়ে দেওয়া হবে। অভিযুক্তদের গ্রেফতার করার কথাও বলা হয়।