Virat Kohli’s New Unseen Video After CWC 2023 Final Loss Goes Viral

আমদাবাদ: ভারতের (Indian Cricket Team) বিশ্বকাপ (CWC 2023) ফাইনালে হারের পর মাসখানেকেরও অধিক সময় কেটে গিয়েছে। তবে সেই পরাজয়ের শোক কিন্তু এখনও তাজা। নাগাড়ে ১০ ম্যাচ জিতে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দলকে হারানোর পর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উচ্ছ্বাস ও ভারতীয় ক্রিকেটারদের হতাশার প্রচুর ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি ভারতীয় সমর্থকদের হৃদয়ভঙ্গ করা সেই ফাইনাল শেষে বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।   

ম্যাচ শেষে চোখে জল নিয়ে কোহলিকে গ্যালারিতে অনুষ্কা শর্মাকে আলিঙ্গন করতে দেখা যায়। এবার মাঠের মধ্যে অস্ট্রেলিয়ার জয়ের ঠিক পরের মুহূর্তেই কোহলির প্রতিক্রিয়া উক্ত ভিডিওতে ধরা পড়ে। হতাশ কোহলিকে ওই ভিডিওতে নিজের টুপি খুলে প্রবল হতাশার সঙ্গে নন-স্ট্রাইক এন্ডের দিকে যেতে দেখা যায়। সেখানে গিয়ে নিজের টুপি দিয়ে বেল ফেলে দেন কোহলি। একদিকে যেখানে কোহলিকে হতাশায় মগ্ন দেখা যায়, সেখানে ওই ভিডিওতেই আরেক দিকে ২২ গজের একেবারে কাছে অজ়ি তারকাদের উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়।  

 

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত টিম ইন্ডিয়ার দুরন্ত, অপরাজিত দৌড়ের পিছনে বিরাট কোহলির বিরাট অবদান ছিল। বিশ্বকাপেই তিনি সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে আন্তর্জাতিক ওয়ান ডেতে সর্বকালের সর্বাধিক ৫০টি শতরান হাঁকানোর রেকর্ড নিজের নামে করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে তিনি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন। তবে বিশ্বখেতাব জয় অধরাই রয়ে গিয়েছে। বিগত এক দশকে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে পারিনি। সেই হতাশা ঝেড়ে ফেলে ২০২৪ সালে কিন্তু ফের একবার বিশ্বখেতাব জয়ের সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। 

এই বছরই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিশ ওভারের বিশ্বকাপের আসর বসবে। তবে বিরাট কোহলি আদৌ সেই বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোহলিকে বিশ ওভারের বিশ্বকাপে চাইছে না বলে দাবি করা হচ্ছ। তবে এ বছরের আইপিএলে কোহলির পারফরম্যান্সে ওপর অনেক কিছুই নির্ভরশীল।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: নতুন বছরের প্রথম টেস্ট খেলতে নেমে কতটা সফল টিম ইন্ডিয়া? চিন্তা বাড়বে রোহিতদের?