মুন্সীগঞ্জে নৌকার নির্বাচনি ক্যাম্পে গুলি ও ভাঙচুর

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় ওই ক্যাম্পের চেয়ার টেবিল-ভাঙচুর করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়ার বটতলা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাছাড়া আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্পের চেয়ার টেবিল ভাংচুরের আলামত পেয়েছে পুলিশ।

নৌকা প্রতীকের সমর্থক বাবু মুন্সী অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারণার সময় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও মুন্সীগঞ্জ শহর ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর এর নেতৃত্বে হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, রতন ও হৃদয়সহ ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে হামলা করেছে। তারা কাঁচি মার্কার মিছিল করতে করতে অতর্কিতভাবে ক্যাম্পে হামলা এবং ফাঁকা গুলিবর্ষণ করেছে।

এদিকে মুন্সীগঞ্জ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মুন্সীগঞ্জ সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লাকুম পাল্টা অভিযোগ করে বলেন, কাঁচি প্রতিকের প্রচারণা করতে গেলে নৌকার সমর্থকেরা টেঁটা ও কাঠের লাঠি নিয়ে হামলা করে। এ সময় কাঁচি প্রতিকের সমর্থক অয়ন দেওয়ানসহ আরও অনেকে আহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা ইচ্ছাকৃতভাবে নিজেদের ক্যাম্পে গুলি করেছে। এ ঘটনায় আহত অয়ন ও লাকুমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের কারণ ও হামলাকারী চিহ্নিত করার জন্য মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।