IND Vs SA 2nd Test South Africa Trail By 36 Runs Against India Innings Highlights 2nd Innings Day 1 Newlands Cricket Ground

কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের (IND vs SA 2nd Test) প্রথম দিনের খেলা শেষে ভারতীয় দল ৩৬ রানে ম্যাচে এগিয়ে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬২ রান। মুকেশ কুমার ভারতের হয়ে দুই উইকেট নিয়েছেন। গোটা দিনে মোট ২৩টি উইকেট পড়ল, যা টেস্ট ইতিহাসে একদিনে যুগ্মভাবে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ।

প্রথম টেস্টে জিতে ফুরফুরে মেজাজে নেমেছিল গোটা দক্ষিণ আফ্রিকা শিবির। টস জিতেছিলেন অধিনায়ক ডিন এলগার। কিন্তু কেপ টাউনে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময়ই মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস। প্রোটিয়া ব্যাটিং বিভাগের মেরুদণ্ড একাই ভেঙে দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তাঁর বোলিং পরিসংখ্যান ৯-৩-১৫-৬। এটাই সিরাজের টেস্ট কেরিয়ারের সেরা স্পেল। রামধনুর দেশে হায়দরাবাদি তরুণ পেসারের স্বপ্নের বোলিংয়ের সুবাদেই ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল এলগারের দল। ভারতের বিরুদ্ধে আর কোনও টেস্ট খেলিয়ে দেশ এত কম রানে অল আউট হয়নি কখনও। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ইনিংসে দু’টো করে উইকেট নেন বুমরা ও মুকেশ কুমার। 

এরপর ভারতীয় ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু আহামরি করতে পারেনি। ভারতীয় দল দ্বিতীয় সেশনে চার উইকেট হারালেও ৫৬ রানের লিড নিতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মা দারুণ মেজাজে ব্যাটিং করা শুরু করলেও, আরেক ওপেনার যশস্বীর ক্ষেত্রে ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। শূন্য রানেই কাগিসো রাবাডার বলে ফিরতে হয় যশস্বী জয়সওয়ালকে। কিন্তু রোহিত নিজের আগ্রাসী ছন্দে ব্যাটিং চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন গিল।

গিল প্রথমে খানিকটা দেখেশুনে নিজের ইনিংস শুরু করলেও, তিনিও সেট হয়ে ব্যাট চালানো শুরু করেন। দুইজনে দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। তবে ব্যক্তিগত অর্ধশতরানের আগেই সেই বাঁ-হাতি নান্দ্রে বার্গারের বলে ৩৬ রানে আউট হন রোহিত। এরপর গিল ও বিরাট কোহলি (Virat Kohli) ভারতের ইনিংসকে শতরানের গণ্ডি পার করান। দ্বিতীয় সেশনের শেষবেলায় দুই উইকেট হারায় ভারত। সেশন শেষ করে ১১১/৪। ৩৬ রানে আউট হন গিল। শ্রেয়স আইয়ার তো খাতাও খুলতে পারেননি। 

চার উইকেট হারালেও ভারতের হয়ে ক্রিজে উপস্থিত ছিলেন বিরাট কোহলি। তৃতীয় সেশনে ভারতীয় দলের সমর্থকরা ভেবেছিলেন দল বড় লিডের দিকে অগ্রসর হবে। তবে কোথায় কী। শুরুটা ঠিক ঠাক করলেও, অভাবনীয় পতন। ১৫০ রানের গণ্ডি পার করার পরেই মাত্র শূন্য রানে ছয় উইকেট হারায় ভারত। ১৫৩ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। কোহলি ৪৬ রানে সাজঘরে ফেরেন। ৯৮ রানের লিড পায় ভারত।

প্রথম দিনেই দ্বিতীয়বার ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম, ডিন এলগাররা প্রথম ইনিংসের ভুল থেকে শিক্ষা নিয়ে ইনিংসের শুরুটা বেশ খানিকটা সাবধানতা অবলম্বন করেই করেন তাঁরা। ভারতকে শুরুতে খানিকটা অপেক্ষা করতে হলেও, মুকেশ কুমার দলকে প্রথম সাফল্য এনে দেন। কেরিয়ারের শেষ ইনিংসে এলগারকে ১২ রানে আউট করেন তিনি। ঠিক তার পরের ওভারেই টনি ডি জর্জ়িকেও ফেরান মুকেশই। এরপর সাফল্য পান বুমরা। ট্রিস্টান স্টাবসকে এক রানে আউট করেন তিনি। দিনের শেষে প্রোটিয়া ওপেনার মারক্রাম ৩৬ ও ডেভিড বেডিংহ্যাম সাত রানে অপরাজিত রয়েছেন।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: নতুন বছরেই চাকরি ছাড়লেন ফেরান্দো, ক্লাবের চাপেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?