Kamduni Case: কামদুনি শুনানি আপাতত স্থগিত সুপ্রিম কোর্টে, সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ

সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল। মামলার সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি বিআর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ। কাউকে গ্রেফতারি নিয়েও নতুন করে কোনও নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। 

কামদুনিকাণ্ডে  কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান নির্যাতিতার ভাই এবং পরিবারের লোকজন, প্রতিবাদীরা। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। এই মামলায় মামলাকারীর কাছে হলফনামা চেয়েছে আদালত। আর মামলার সব পক্ষকে নোটিস দেওয়ারও নির্দেশ দিয়েছে বেঞ্চ। আদালত স

এর আগে কলকাতা হাইকোর্ট কামদুনিকাণ্ডে দোষী সাব্যস্ত ছ’জনের মধ্যে চার জনকে মুক্তি দিয়েছে। তথ্য প্রমাণের অভাবে একজন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বেকসুর খালাস হয়ে গিয়েছে। বাকি দুজনেরও মৃত্যুদণ্ড রদ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান নির্যাতিতার ভাই এবং পরিবারের লোকজন, প্রতিবাদীরা।