TMC MLA: ‘অনেকের সফ্টওয়্যার আপডেট নেই’ নবীন–প্রবীণ দ্বন্দ্ব উসকে মন্তব্য তৃণমূল বিধায়কের

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নবীন প্রবীণ দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। তারপরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দলের নেতৃত্বকে দ্বন্দ্ব জিইয়ে না রাখার জন্য পরামর্শ দিয়েছেন। সেই আবহে ফের নবীন প্রবীণ দ্বন্দ্বকে আরও উসকে দিলেন তৃণমূলের অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁর মতে, নবীনদের পক্ষে যা করা সম্ভব একজন প্রবীণের ক্ষেত্রে তা করা সম্ভব নয়। তাঁর মন্তব্য, প্রবীণদের সফ্টওয়্যার আপডেট নেই। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পরিশ্রমী নেতা তিনি আগে দেখেননি বলেই মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘‌দলে প্রবীণ নবীন সবাই থাকবেন’‌, দ্বন্দ্বে ইতি টানতে ঐক্যবদ্ধের সুর শোনান কুণাল

মঙ্গলবার অশোকনগড়ের কল্যাণগড়ে একটি স্কুলে ইংরেজি মাধ্যমের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন তৃণমূল বিধায়ক। সেখানে যোগ দিয়ে তিনি নবীন প্রবীণ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘নেত্রী আমাদের একটাই। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়সের সঙ্গে প্রযুক্তির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে রাজনীতিও চালাতে হবে। সেই জায়গায় অনেকে আছেন যাদের সফটওয়্যার আপডেট নেই। অনেক পুরনো সফটওয়্যার তাই দিয়ে আর হোয়াটসঅ্যাপ চলবে না। সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরার জন্য যদি যুবসমাজ এগিয়ে আসে তবেই মানুষের কাছে সবচেয়ে বেশি করে সম্ভব হবে পৌঁছনো। সেই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী, তা তুলে ধরতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ তিনি আরও বলেন, ‘যুবরা যে কাজ করতে পারেন একটা আশি বছরের বৃদ্ধ সেই কাজ করতে পারেন না। ফলে প্রবীণরা পরামর্শ দেবেন এবং যুবরা সেই পরামর্শ মেনে কাজ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এগিয়ে চলবে। আমি এর আগে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পরিশ্রম করতে আর কাউকে দেখিনি।’

অন্যদিকে, এই মন্তব্যের বিরোধিতা করেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ। তিনি বলেন, এসব কোনও ব্যাপার নেই। সকলকে মিলে দল চালাতে হবে। তবে দল এগিয়ে যাবে। এখানে বয়সের কোনও ব্যাপার নেই। প্রবীণ বা নবীন যে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবেন। এটাই তৃণমূল। তবেই দল এগিয়ে যাবে।