কিশোরগঞ্জে রেললাইনের ফিশপ্লেট খোলার সময় দুই ভাই আটক

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ফিশপ্লেট ও নাট খোলার সময় আপন দুই ভাইকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত নয়টার দিকে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পৌর শহরের লক্ষীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে রিমন (২২) ও সাগর (২৪)। তারা সম্পর্কে সহোদর। তাদের বিরুদ্ধে এর আগেও রেলওয়ের মালামাল চুরির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেল পথের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রীজের নিকট রেল লাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলা হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় ইমন ও সাগর নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি ফিশপ্লেট ও পাঁচটি নাট জব্দ করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিডি টোয়েন্টিফোর লাইভকে জানান, ঢাকা-চট্টগ্রাম রেল পথের রেলের সরঞ্জামাদি খোলার সময়ে দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। রেলওয়ের মালামাল চুরির অভিযোগে ইতিপুর্বে রিমনের নামে ভৈরব রেলওয়ে থানায় চারটি ও সাগরের নামে দুটি মামলা আদালতে বিচারাধীন বলে জানা যায়।