রংপুরের ৬টি আসনে পাঠানো হলো নির্বাচনি সামগ্রী

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ছয়টি আসনে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার (৩ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত দুটি গাড়িতে এসব ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।

রংপুর নির্বাচন কার্যালয়ের একাধিক কর্মকর্তা ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী জেলা ছয়টি আসনের অধীন আট উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতরে পাঠানো হচ্ছে। সেখানে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার আগ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে। নির্বাচনের দিন ভোটগ্রহণের আগে ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী পাঠানো হবে।

তবে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানাবেন বলে জানান।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রংপুরের এই ছয়টি আসনে মোট ভোটার ২৪ লাখ ৫৪ হাজার ৬১৩ জন।