Rohit Sharma Furious After IND Vs SA 2nd Test Gets Over In One And Half Days In Cape Town

কেপ টাউন: মাত্র ৬৪২ বল, আর তাতেই ফয়সালা হয়ে গেল ম্যাচের। বলের নিরিখে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার (IND vs SA 2nd Test) ম্যাচ ক্রিকেট ইতিহাসের সবথেকে ছোট টেস্টের নজির গড়ল। দ্বিতীয় টেস্টে সাত উইকেটে প্রোটিয়াদের হারিয়ে ১-১ সিরিজ় ড্র করল ভারত। তবে ম্যাচ জিতলেও ক্ষোভে ফুঁসছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কারণ, অবশ্য কেপ টাউনের পিচ।

মাত্র দেড় দিনে কেপ টাউন টেস্ট শেষ হয়ে যাওয়ার পর রোহিত কার্যত ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলেন, ‘এই ম্যাচে কেমন, কী পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারুর কথা বলা মানায় না।’

ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছে। সময়ের বহু আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভারতের একাধিক পিচ টেস্ট ম্যাচ খেলার কতটা যোগ্য, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ। গত বছর বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট শেষে ইনদওরের পিচকে আর পাঁচটি মধ্যমানের পিচের থেকেও খারাপ রেটিং দেওয়া হয়েছিল আইসিসির তরফে। দিনকয়েক আগে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা আমদাবাদের পিচকেও সাধারণ মানের রেট করা হয়। কেপ টাউনে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত।

প্রথম ইনিংসে যেখানে সিরাজ ছয় উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে সেখানে বুমরার ঝুলিতে আসে ছয় উইকেট। ম্যাচ শেষে সিরাজের বিধ্বংসী স্পেলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মাও। ‘সিরাজের ওরকম একটা স্পেল কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা বাড়তি কিছু করার চেষ্টা করিনি। পিচই আমাদেরকে সাহায্য করেছে। সিরাজ, বুমরা, মুকেশকে এর জন্য বাহবা দিতেই হবে। দক্ষিণ আফ্রিকার পরিবেশ সবসময়ই কড়া চ্যালেঞ্জ জানায়। দেশের বাইরে এখানে এসে আমরা যেভাবে ম্যাচ জিতেছে, নিজেদের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করতেই পারি।’ বলেন ভারতীয় অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াই করে সিরিজ় ড্র, টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কত নম্বরে ভারত?