Australia Vs Pakistan 3rd Test Day 3: Pakistan 313 & 68/7 At Stumps, Lead Australia By 82 Runs Get To Know

সিডনি: চলতি সপ্তাহটা ‘ব্য়াটিং কোলাপস উইক’ আখ্যা দিলে একেবারে ভুল কিছু হবে না কিন্তু। গতকাল কেপটাউন টেস্টে (Capetown Test) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৩/৩ থেকে ১৫৩/১০ হয়ে গিয়েছিল রোহিত বাহিনী। আজ সিডনি টেস্টে অস্ট্রেলিয়া তাঁদের প্রথম ইনিংসে ২৮৯/৫ থেকে ২৯৯-এ অল আউট হয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫৮/২ থেকে ৬৭/৭ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। প্রথম ইনিংসে ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমেছিল শান মাসুদের দল। কিন্তু তৃতীয় দিনের শেষে ৮২ রানের লিড রয়েছে তাঁদের কাছে। পাক ব্য়াটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন জস হ্যাজেলউড। একাই ৪ উইকেট তুলে নিলেন তিনি। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, নাথান লিঁয় ও ট্রাভিস হেড। 

১৪ রানে এগিয়ে থেকে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমেছিল। আব্দুল্লাহ শাফিক খাতা খোলার আগেই ফিরে যান স্টার্কের বলে বোল্ড হয়ে। সাইম আয়ুব ৩৩ রান করেন। তবে তাঁকে ফিরিয়ে দেন নাথান লিঁয়। অধিনায়ক মাসুদ কোনও রান না করেই হ্যাজেলউডের বলে আউট হয়ে ফেরেন। ২৩ রান করেন বাবর আজম। এছাড়া মিডল অর্ডারে আর কোনও ব্যাটারই রান পাননি। দিনের শেষে মহম্মদ রিজওয়ান ৬ ও আমের জামাল ০ রানে অপরাজিত রয়েছেন। হ্যাজেলউড ৫ ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। 

এর আগে সকালে, একটা সময় ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল বোর্ডে ২৮৯। কিন্তু সেখান থেকেই ১০ রান আর বোর্ডে যোগ করতেই ৫ উইকেট খুঁইয়ে বসে অজিরা। গতকাল ১১৬/২-এ খেলায় যতি টানা হয়েছিল। সেখান থেকে এদিন খেলা শুরু করে অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় স্মিথের। ৩৮ রানের মাথায় মীর হামজার বলে আউট হয়ে ফিরে যান ডানহাতি অজি ব্যাটার। লাবুশেন ১৪৭ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান ডানহাতি তারকা। মিচেল মার্শ লোয়ার অর্ডারে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন। অ্যালেক্স ক্যারি ৩৮ রান করেন। ২১.৪ ওভারে ৬৯ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন আমের জামাল। ২ উইকেট নেন আঘা সালমন। ১টি করে উইকেট নেন সাজিদ খান ও মীর হামজা।