Benapole Express Fire: বাংলাদেশের গোপীবাগে আগুন ধরানো হল বেনাপোল এক্সপ্রেসে, নিহত ৫ জনের মধ্যে আছে শিশুরাও

ভারতের বেনাপোল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল বেনাপোল এক্সপ্রেস। এদিন আচমকাই ঢাকার গোপীবাগের কাছাকাছি যেতে তাতে আগুন ধরে যায়। কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগে রাত ৯টা নাগাদ এই ট্রেনে আগুন লেগে যায় বলে প্রথম আলোর তরফে জানানো হয়েছে।

বেশ কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল। ট্রেনের জানালা দিয়ে হালকা দিয়ে বেরিয়ে আসতে থাকে আগুন। অনেকেই ট্রেনে আগুন লাগার পর জানলা বা দরজা দিয়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু সক্ষম হননি। ঝাঁপ দেওয়ার আগেই ঝলসে গিয়ে প্রাণ হারান। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুজন শিশুও।

আরও পড়ুন: আতঙ্কবাদীদের ‘খেল শেষ করতে’ আসছেন সিদ্ধার্থ-শিল্পারা, প্রকাশ্যে অ্যাকশনে ভরা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ট্রেলার

আরও পড়ুন: বিহার থেকে এবার লোকসভা ভোটে লড়ছেন মনোজ? প্রশ্ন উঠতেই তেলেবেগুনে জ্বলে কী জবাব দিলেন অভিনেতা?

বাংলাদেশের ফায়ার সার্ভিসের তরফে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এরপর জোরকদমে আগুন নেভানোর কাজ করেন তাঁরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। তাঁরা বালতি করে করে এনে জল ঢেলেছেন আগুন লেগে যাওয়া কামরায়। সকলের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রেনের বেশ কয়েকটি বগিতে আগুন লেগে গিয়েছিল। প্রাথমিক ভাবে স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে যোগ দেন। তাঁদের তরফে জানানো হয় বেনাপোল এক্সপ্রেসের চারটি কামরায় আততায়ীরা আগুন ধরিয়ে দিয়েছিল। জানা গিয়েছে এদিনের এই ট্রেনে কিছু ভারতীয়রাও ছিলেন। ট্রেনটি ভারত থেকে বাংলাদেশের ঢাকায় যেত।

আরও পড়ুন: ঝলক দিখলা যা ১১ থেকে বাদ পড়তেই হাসপাতালে ভর্তি উর্বশী! কী হয়েছে অভিনেত্রীর?

মৃতদেহ বের করে আনা হচ্ছে

<p>পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের কামরা</p>

পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের কামরা

গত ২৮ অক্টোবর এবং ১৯ ডিসেম্বরের পর আবার এদিন বাংলাদেশে ট্রেনে আগুন ধরানো হল। বাংলাদেশের রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে ২৮ অক্টোবর থেকে হরতাল এবং অবরোধের মধ্য দিয়ে বারবার সেদেশের একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরানো হয়েছে। কেটে ফেলা হয়েছে ট্রেনের লাইন। রিল লাইনে আগুন ধরানোর মতো ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।