IND W Vs AUS W: Titas Sadhu Took 4 Wickets As India Women Team Won By 9 Wickets Against Australia Women Team In 1st T20

মুম্বই: অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর তিনি। পরে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনা জয়ের পিছনেও ছিল তাঁর অবদান। টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে এবার জ্বলে উঠলেন বাংলার তিতাস সাধু। চুঁচুড়া এক্সপ্রেসের বলে ধরাশায়ী অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। যে জয়ের কারিগর বঙ্গতনয়া।

তিতাসের বোলিং পরিসংখ্যান ঈর্ষণীয়। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চুঁচুড়ার পেসার। তাঁর দাপটেই ১৯.২ ওভারে ১৪১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ১৪ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে ভারত।

ম্যাচের আগে ভারতের প্রথম একাদশে তিতাসকে ভাবাই হয়নি। প্রাথমিক নকশায় ছিলেন না বঙ্গকন্যা। একেবারে শেষ মুহূর্তে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। যে তথ্য জানিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বলেছেন, ‘আমাদের প্রধান কোচের কৃতিত্ব প্রাপ্য। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম তৃতীয় স্পিনার খেলাব। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ঠিক করা হয় যে, একজন বাড়তি পেসার খেলানো হবে। আমরা তিতাসের ওপর আস্থা রেখেছিলাম। তার ফলও পেলাম। যেভাবে আমাদের বোলাররা খেলল, অসাধারণ। পরের ম্যাচেও এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই।’

মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচের চতুর্থ ওভারেই অজ়ি শিবিরে ধাক্কা দেন তিতাস। তুলে নেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনিকে। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে চার উইকেট। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে লড়াই করেন একমাত্র ফিবি লিচফিল্ড (৩২ বলে ৪৯ রান) ও এলিস পেরি (৩০ বলে ৩৭ রান)।

 

জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেন। ৫২ বলে ৫৪ রান করে ফেরেন স্মৃতি মান্ধানা। ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন শেফালি বর্মা। ১৭.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফিতে দুরন্ত সেঞ্চুরি করেও আফশোস অনুষ্টুপের, অভিষেকেই উজ্জ্বল সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে