‘It Did Have Quite An Impact On Forehand And Serve’: Djokovic Opens Up On Wrist Injury Ahead Of Aus Open

ব্রিসবেন: নিজের পয়া কোর্ট। নিজের পয়া গ্র্যান্ডস্লাম। কিন্তু সেই অস্ট্রেলিয়া ওপেনে নামার আগেই চাপে নোভাক জকোভিচ (Novak Djokovic)। ইউনাইটেড কাপ (United Cup) খেলতে গিয়ে কব্জিতে চোট পেয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ায় কোনও টেনিস ম্যাচও হারতে হয়েছে তাঁকে। ইউনাইটেড কাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি’মিনরের কাছে স্ট্রেট সেটে (৪-৬, ৪-৬) হেরেছেন জোকার। সার্বিয়াকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়। এই ম্যাচে খেলার সময়ই কব্জিতে চোট পেয়েছিলেন ২৪ গ্র্যান্ডস্লামের মালিক। সামনেই অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম। আদৌ নামতে পারবেন?

ম্য়াচের পর জোকার বলছেন, “আমার মনে হয় আমি ভালই আছি। সত্যি বলতে কব্জির চোট আমাকে ম্যাচের সময় কিছুটা অস্বস্তিতে ফেলছিল ঠিকই। বিশেষ করে ফোরহ্যান্ড ও সার্ভের সময়। কিন্তু আমি এই নিয়ে বেশি কথা বলে ডি মিনরের জয়ের কৃতিত্বকে ছোট করতে চাই না। ও যোগ্য হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে।” এরপরই ২৪ গ্র্যান্ডস্লামের মালিক বলেন, ”নিজে পুরো ১০০ শতাংশ ফিট হয়ে কোর্টে প্রথম থেকেই নামতে পারব, এমনটা আমি বলব না। আমি মন থেকে, শরীরের দিক থেকে কোনওভাবেই টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে পুরো ফিট হয়ে নামতে পারব না। আর আমি এমটা আশাও করতে পারি না।”

উল্লেখ্য়, অস্ট্রেলিয়ার মাটিতে একটানা ৪৩ ম্যাচ জিতে নজির গড়েছিলেন জকোভিচ। তবে বয়সে ১২ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অবশেষে হার স্বীকার করে নিলেন সার্বিয়ান টেনিস তারকা।

নাদালের বাথরুম বিতর্ক

চোট সারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলছেন নাদাল। সেখানেই পর পর দু’টি ম্যাচ জিতলেন নাদাল। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জেসন কুবলারকে স্ট্রেট সেটে (৬-১, ৬-২) হারালেন নাদাল। তবে এর মাঝেই একটি ছোট্ট বিতর্কের সঙ্গী হয়ে গেলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। কেরিয়ারে প্রথম বার টাইম ভায়োলেশন ওয়ার্নিং পেলেন নাদাল। খেলার মাঝেই বাথরুমে গিয়েছিল নাদাল। সেখানে থেকেই ফিরতে একটু দেরি হয়ে যায় নাদালের। এরজন্যই ম্যাচ আম্পায়ারের কাছে সতর্কবার্ত পান টেনিস কিংবদন্তি। যদিও নাদালকে একেবারেই মেজাজ হারাতে বা তর্ক করতে দেখা যায়নি তাঁর জন্য। তিনি হাসিমুখেই বিষয়টিকে আমল না দিয়ে ম্যাচে মন দেন। আর পরে ম্য়াচ একপেশে জিতেও নেন। কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন জর্ডন থমসন।