Jeffrey Epstein: যৌন কেলেঙ্কারিতে এবার নাম জড়ালো বিজ্ঞানী স্টিফেন হকিংয়েরও! কী বলছে এপস্টাইন-নথি

আমেরিকার নিউইয়র্ক আদালত বৃহস্পতিবার বিলিয়নেয়ার এবং যৌন কেলেঙ্কারির দোষে অভিযুক্ত জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত মামলার আইনি প্রক্রিয়ার কিছু নথি প্রকাশ করেছে।

এর মধ্যে ১৭০ জনের নাম প্রকাশ করা হয়েছে যাঁরা জেফরি এপস্টাইনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ব্যক্তিদের মধ্যে যেমন আছে হেনস্থায় আক্রান্ত মহিলাদের নাম, নানা ঘটনার সাক্ষীদের নাম, এপস্টাইনের কর্মচারীরা এবং অনেক নামজাদা ব্যক্তিত্বও। নথিতে প্রকাশ্যে আসা কয়েক জনের নাম রীতিমতো বিস্ময়কর। এর মধ্যে রয়েছেন বিজ্ঞানী স্টিফেন হকিং, পপস্টার মাইকেল জ্যাকসন, মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।

আমেরিকান মিডিয়া হাউস ফক্স নিউজের সূত্রে জানা গিয়েছে, আদালতে দেওয়া এক বিবৃতিতে, ভার্জিনিয়া গিফ্রে নামে এক ভুক্তভোগী ২০১৫ সালে অভিযোগ করেছিলেন যে জেফরি এপস্টাইন তাঁকে স্টিফেন হকিংয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিলেন।

আদালত কর্তৃক প্রকাশিত নথিতে এপস্টাইনের একটি মেলও উল্লেখ করা হয়েছে। যা তিনি তাঁর বান্ধবী এবং সহকর্মী ঘিসলাইন ম্যাক্সওয়েলের কাছে পাঠিয়েছিলেন। এতে এপস্টাইনকে লিখতে দেখা গিয়েছে, ঘিসলাইন যেন স্টিফেন হকিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগ প্রত্যাহার করতে তাঁকে সাহায্য করেন। এমনকী এই কাজের জন্য টাকাপয়সার দেওয়ার দাবিও করা হয়েছে। 

এই ঘটনা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে নানা মহলকে। বিশেষ করে স্টিফেন হকিংয়ের নাম এপস্টাইনের সঙ্গে জড়িয়ে যাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান বিজ্ঞানী হিসাবেই পরিচিত ছিলেন হকিং। খুব কম বয়সেই তাঁর শরীরের বড় অংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। ২০১৮ সালে তিনি প্রয়াত হন। তাঁর কাজের সূত্রেই তিনি মৃত্যুর পরেও আলোচনায় থেকেছেন। কিন্তু এবার যৌন কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। 

এর আগে মিডিয়া হাউস সিএনএন জানায়, আদালতের প্রকাশিত নথিতে বিল ক্লিনটনের নাম ৫০ বারের বেশি লেখা হয়েছে। ২০১৬ সালে হওয়া একটি শুনানির সময়, ভুক্তভোগী জোহানা সজোবার্গ বলেছিলেন যে, বিল ক্লিনটন বেশ কয়েকবার এপস্টাইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন। ক্লিনটনের কথা উল্লেখ করার সময়ে জোহানাকে এপস্টাইন নাকি বলেন, প্রাক্তন প্রেসিডেন্ট অল্পবয়সী মেয়েদের পছন্দ করতেন।

ক্লিন্টনের পাশাপাশি এই যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে আর এক প্রাক্তন প্রেসিডেন্টেরও। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ এখানেই নয়, রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুও নাকি এখ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এমনকী মাইকেল জ্যাকসনের নামও রয়েছে এপস্টাইনের নথিতে।