Nadia: দশ বছর ধরে বিজেপি করতেন, বৃদ্ধকে কুপিয়ে খুনে অভিযুক্ত তৃণমূলি দুষ্কৃতী

বিজেপির একনিষ্ঠ কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুর থানা এলাকার ঝাউতলার ঘটনা। নিহতের নাম নিমাই বাগ। পরিবারের অভিযোগ, পরেশ সাঁতরা নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।

নিমাইবাবুর পরিজনরা জানিয়েছেন, দীর্ঘদিনের বিজেপি কর্মী হওয়ায় নিমাইবাবুকে মাঝে মাঝেই তৃণমূল নেতা কর্মীরা হুমকি দিতেন। বৃহস্পতিবার রাতে নিমাই বাগকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত পরেশ সাঁতরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভীমপুর থানার পুলিশ আক্রান্ত। নিমাইবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁরা, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। শুক্রবার সকালের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে রাতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

এই প্রসঙ্গে পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান অশোক বিশ্বাস। নিমাই বাগ বিজেপি কর্মী হওয়ার কারণে পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার সাথে সরাসরি তৃণমূল কংগ্রেস জড়িত বলে দাবি করেন মৃতের মেয়ে কাজল বাগ। তিনি বলেন, রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। সঙ্গে ছিল সাইকেল। বাবাকে ভোজালি দিয়ে কুপিয়েছে পরেশ সাঁতরা। আমরা ওর ফাঁসি চাই। পুলিশকে বলব, তাড়াতাড়ি ওকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দিন। 

ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ব্যক্তিগত আক্রোশ না রাজনৈতির বিরোধিতা, কী কারণে খুন, জানার চেষ্টা করছেন তাঁরা।