Pregnancy Tips: সাবধান! গর্ভাবস্থায় প্যারাসিট্যামল খেলেই মারাত্মক বিপদ, জেনে নিন কী কী হতে পারে

গর্ভাবস্থায় কোনও ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। পেডিয়াট্রিক রিসার্চ জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে গর্ভাবস্থায় অতিরিক্ত প্যারাসিট্যামল খাওয়ার সঙ্গে সন্তানের বিলম্বে কথা বলার একটি যোগসূত্র রয়েছে।

যদিও  ডাক্তারের পরামর্শ ছাড়াই মাথাব্যথা উপশম করতে বা জ্বর কমাতে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল খায় অনেকেই, তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটি অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে, এমনই জানিয়েছেন গবেষকরা।

গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেনকে সবচেয়ে নিরাপদ ওভার-দ্য কাউন্টার ব্যথা উপশমকারী এবং জ্বর হ্রাসকারী হিসাবে বিবেচনা করা হয় এবং গবেষণায় দেখা গিয়েছে যে উত্তর আমেরিকা এবং ইউরোপের ৫০-৬০ শতাংশ মহিলা গর্ভাবস্থায় এটি গ্রহণ করেন।

ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা যা গর্ভবতী মহিলাদের মধ্যে এসিটামিনোফেনের ব্যবহার ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করে এবং ২ এবং ৩ বছর বয়সের বাচ্চাদের মধ্যে ভাষা বিকাশের সম্পূর্ণ মূল্যায়ন পরিচালনা করে দেখা গিয়েছে যে এসিটামিনোফেনের মাত্রাতিরিক্ত ব্যবহার, বিশেষত থার্ড ট্রায়ামেস্টারে এর ব্যবহারের কারণে ২ বছরের শিশুদের মধ্যে শিশুদের কথা বলতে সমস্যা দেখা গিয়েছে।

গবেষণায় বলা হয়, থার্ড ট্রায়ামেস্টারে প্যারাসিট্যামলের ব্যবহার ভ্রূণের মস্তিষ্কের বিকাশেের উপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে।।

গবেষকরা উল্লেখ করেছেন যে দ্বিতীয় এবং থার্ড ট্রাসামেস্টারে মস্তিষ্কের বিকাশের জন্য বিশেষত ভ্রূণের ভাষা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভাষা বিশ্লেষণে ২ বছর বয়সী ২৯৮ টি বাচ্চার একটি গ্রুপ অন্তর্ভুক্ত ছিল, যাদের জন্মের আগে থেকেই পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীকালে, এই অংশগ্রহণকারীদের মধ্যে ২৫৪ জন ৩ বছর বয়সে অতিরিক্ত মূল্যায়নের জন্য ফিরে আসে।

এ প্রসঙ্গে বায়োসায়েন্সের ইমেরিটা অধ্যাপক এবং গবেষণার অন্যতম লেখক সুসান শান্টজ জানান, ‘আমরা এই বয়সের ডেটা সংগ্রহ করি কারণ এটি শিশুদের কথা বলার একটি পরিচিত সময়, এই সময় শিশুরা তাদের শব্দভাণ্ডারে নতুন শব্দ যুক্ত করে।

এ প্রসঙ্গে উডবারি জানান ‘এটি ইঙ্গিত দেয় যে যদি কোনও গর্ভবতী মহিলা গর্ভাবস্থার তৃতীয় ট্রায়ামেস্টারের সময় ১৩ বার বা প্রতি সপ্তাহে একবার অ্যাসিটামিনোফেন গ্রহণ করেন তবে তাদের শিশু সেই বয়সের অন্যান্য শিশুদের তুলনায় ২৬টি কম শব্দ প্রকাশ করতে পারে।