ফুলবাড়ীয়ায় ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী

রাত পোহালেই সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলার ১২১টি ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট  সরঞ্জামাদি।

আজ শনিবার(৬ জানুয়ারি) সকাল থেকে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে  নির্বাচনী মালামাল হস্তান্তর করা হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাবেরী জালাল জানান। 

রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ৯৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

জানা যায়, ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রশাসন এ আসনে ৪০ টি ঝুঁকিপূর্ণ ১৯ টি আশংকাজনক ভোটকেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করেছে বলে থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান ।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা কাবেরী জালাল বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে।