মধ্যনগরে ভোট কেন্দ্রের কক্ষে আগুন দেয়ার চেষ্টা 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে আংশিক ক্ষতি হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টার সময় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চৌকিদার আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে মধ্য নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার ২ নং বংশীকুন্ডা ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি মধ্যনগর থানা থেকে ১৫ কি. মি. দূরত্বে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা হিসেবে শুধুমাত্র মোটরসাইকেল ও নৌকা ব্যাবহত হয়। এই ভোট কেন্দ্রটি অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় উক্ত কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপার প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর কম তৎপরতা থাকায় উক্ত ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।

গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বলেন, আগুনে প্রাক প্রাথমিক কক্ষে থাকা কার্পেট আংশিক পুড়ে ক্ষতি হয়েছে আগুনের ধোঁয়ার কালো হয়েছে দরজা জানালা। এছাড়াও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

মধ্য নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন বলেন, দুর্বৃত্তরা ভোর রাতে পেট্রোল বা কেরোসিন হবে বারান্দা থেকে জানালা দিয়ে ফেলে গ্যাস ম্যাচ দিয়ে আগুন দেয়। সাথে সাথে আমাদের এসপি স্যারের নির্দেশ প্রতিটি ভোট কেন্দ্রে আনসার নিয়োগ করেছিলাম সেই আনসার সদস্য আগুন নিভিয়ে দেয়। তবে আগুনে ভোট কেন্দ্রের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।



সালাউদ্দিন/সাএ