মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলা থেকে মুক্তি ম্যারাডোনার

দীর্ঘ ৩০ বছর ইতালির রাজস্ব কর্তপক্ষের সঙ্গে কর ফাঁকির মামলার লড়াই চলছিল ডিয়েগো ম্যারাডোনার। আর্জেন্টাইন কিংবদন্তি পরপারে পাড়ি জমানোর তিন বছর পর সেই মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে ইতালির সর্বোচ্চ আদালত।

এক সময় নাপোলিতে খেলা এই কিংবদন্তির বিরুদ্ধে অভিযোগ ছিল লিখটেইনস্টেইনে প্রক্সি কোম্পানি ব্যবহারের মাধ্যমে ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নাপোলি ক্লাব থেকে পাওয়া ব্যক্তিগত ইমেজ স্বত্বের কর ফাঁকি দিয়েছিলেন তিনি! শেষ পর্যন্ত অবশ্য কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি রয়টার্সকে বলেছেন, ‘অবশেষে এরসমাপ্তি হলো। এখন আমি নির্ভয়ে বলতে পারি ম্যারাডোনা কখনও কর ফাঁকি দেননি।’

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তার কর ফাঁকির এই মামলাটি শুরু হয় ১৯৯০ সালের শুরুতে। পরে আরও ৩ কোটি ৭০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগও আনা হয়। তাছাড়া ওই সময় তার বেশ কয়েকবারের ইতালি সফরে বাজেয়াপ্ত করা হয় কিছু সম্পদ।

পিসানি বলেছেন, চূড়ান্ত এই রায়ে মূলত ভক্ত, ফুটবলের মূল্যবোধ ও বেশিরর ভাগ ক্ষেত্রে ম্যারাডোনার স্মৃতির প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।