Justin Trudeau: কানাডার প্রধানমন্ত্রীর বিমানে আবার ত্রুটি, ভারতের পর এবার কোথায়?

ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্লেনে। এনিয়ে দ্বিতীয়বার। গত সেপ্টেম্বর মাসে তিনি যখন ভারতে এসেছিলেন জি ২০ সম্মেলনের জন্য় সেবারও তাঁর প্লেনে সমস্যা দেখা দিয়েছিল। এরপর তিনি ভারতে একদিন বেশি থেকেছিলেন। এবার জামাইকা গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। কিন্তু সেখানেও প্লেনে সমস্যা। তবে টেকনিশিয়ানরা সমস্যা মিটিয়েছেন।

আগেই বিচ্ছেদ হওয়া সোফি গ্রেগরির সঙ্গে তিনি জামাইকা গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে প্লেনে সমস্য়া দেখা দেয়। সিবিসির রিপোর্ট বলছে, এরপর দ্বিতীয় একটা প্লেন পাঠানো হয়। কারণ প্রথম প্লেনটিতে কিছু সমস্যা দেখা দেয়।

দুটো প্লেনই রয়াল কানাডিয়ান এয়ারফোর্সের। দ্বিতীয় বিমানে মেরামতের টিম গিয়েছিল। তারা মেরামত করেন। এরপর তারা সেখানেই থেকে যান। প্রধানমন্ত্রীর বিমান না ছাড়া পর্যন্ত তারা ওখানেই ছিলেন। এদিকে প্রথম প্লেনটিতে ২ জানুয়ারি সমস্যা ধরা পড়ে। তবে পরে সেটিকে সারিয়ে নিয়ে আসা হয়।

এদিকে ন্যাশানাল পোস্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল জাস্টিন ট্রুডো আগেই জানিয়েছিলেন যে এই সফরের পুরো খরচটাই তিনি ব্যক্তিগতভাবে করছেন। কিন্তু পরে বলা হয় এটা পারিবারিক বন্ধুদের সৌজন্যে করা হচ্ছে।

এর আগে সেপ্টেম্বর মাসে রয়াল কানাডিয়ান এয়ারফোর্সের সিসি ১৫০ পোলারিস বিমানকে পাঠানো হয়েছিল দিল্লিতে। কারণ সেই সময় দেখা গিয়েছিল কানাডার প্রধানমন্ত্রীর আসল যে বিমান সেটাতে ত্রুটি ধরা পড়েছিল। সেই সময় কানাডার প্রধানমন্ত্রী যে বিমানটি ব্যবহার করতেন সেটা প্রায় ৩৬ বছরের পুরনো। ২০১৬ সালেও এই বিমানে ত্রুটি ধরা পড়েছিল।