Khalistani ‘attack’ on US Hindu Temple: নয়া বছরে আমেরিকায় আবারও ‘হামলা’ হিন্দু মন্দিরে, আঙুল উঠল সেই খলিস্তানিদের দিকেই

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মার্কিন মুলুকে হিন্দু মন্দিরে ‘হামলা’ চালাল খলিস্তানিরা। রিপোর্ট অনুযায়ী, সান ফ্রান্সিস্কোর ‘বে এরিয়া’র হেওয়ার্ডে অবস্থিত বিজয় শেরাওয়ালি মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান লিখে তা বিকৃত করা হয়েছে। এর আগে ক্যালিফোর্নিয়ারই শ্রী স্বামীনারায়ণ মন্দিরে এই একই ঘটনা ঘটেছিল বড়দিনের আগে আগে। আর নয়া বছরে এই একই কাণ্ড ঘটল সেই দেশে। এই ঘটনায় সরব হয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। এই ঘটনাকে ঘৃণাসূচক অপরাধ হিসেবে ধরে নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে হিন্দু সংগঠনটি। মন্দিরের ভক্তদের আতঙ্কিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে পরপর একই ধরনের ঘটনায় মার্কিন মুলুকে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। (আরও পড়ুন: নিজের শক্তি বুঝেই তৃণমূলের সঙ্গে জোট আলোচনা, জেলায় জেলায় সমীক্ষা চালাবে কংগ্রেস)

হিন্দু আমেরিকান ফাউন্ডেশন নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ঘটনার ছবি পোস্ট করে। ঘটনা প্রসঙ্গে সংগঠনের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘শ্রী স্বামীনারায়ণ মন্দিরের হামলা এবং শিব দুর্গা মন্দিরে চুরির কয়েক সপ্তাহের মধ্যেই এবার আক্রান্ত হেওয়ার্ডে অবস্থিত বিজয় শেরাওয়ালি মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দিরের মতোই বিকৃত করা হয়েছে শেরাওয়ালি মন্দিরকে।’ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলামেন্দা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে মানবাধিকার বিভাগের কাছেও বিষয়টি উত্থাপিত করা হয়েছে। এদিকে সেই এলাকার মন্দিরগুলির পরিচালনার দায়িত্বে থাকা সকলকে নিরাপত্তা গাইডলাইন ডাউনলোড করার পরামর্শ দিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।

এর আগে গত ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার নেওয়ার্ক শহরে এক হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিপন্থীরা। খলিস্তানি বিচ্ছিনতাবাদী জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের নাম গ্রাফিটি আকারে লিখে দেওয়া হয় সেই মন্দিরের দেওয়ালে। সাম্প্রতিককালে আমেরিকা এবং কানাডায় খলিস্তানিদের গতিবিধি বেড়েছে। এদিকে আবার অভিযোগ ওঠে, মার্কিন নাগরিককে পান্নুনকে নাকি সম্প্রতি খুন করার ছক কষেছিলেন ভারতের এক সরকারি আধিকারিক। এই সবের মাঝেই ক্যালিফোর্নিয়ায় আবারও একটি মন্দিরের দেওয়ালে খলিস্তানি বার্তা লিখে তা বিকৃত করা হল।

এর আগে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর মার্কিন মুলুকে হিন্দু মন্দিরে হামলার বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারত বিরোধী চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং এই ধরনের শক্তিকে বিদেশের মাটিতে স্থান দেওয়া উচিত নয়।’ মার্কিন প্রশাসনও শ্রী স্বামীনারায়ণ মন্দিরের ঘটনার নিন্দা জানিয়েছিল। তবে সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একই ধরনের ঘটনা ঘটল ক্যালিফোর্নিয়ার অপর এক মন্দিরে।