LOC issued : বাংলাদেশে শাহজাহান ও তাঁর পরিবার? লুক আউট নোটিশ জারি

শুক্রবারের ঘটনার পর থেকে কোন খোঁজ নেই তৃণমূল নেতা শাহজাহান আলি ও তাঁর পরিবারের। সূত্রের খবর, এবার তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল। ইডি মনে করছে শাহজাহান তাঁর পরিবারকে নিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে গিয়েছেন। সে কারণে তৃণমূল নেতা খুঁজতে বিএসএফ এবং আইবি-র সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। যদিও রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন। তাই সেদেশেও নিরাপত্তার কড়াকড়ি। ফলে সেখানে গিয়ে কতটা সুবিধা করতে পারবে তা নিয়েও প্রশ্ন থাকছে। 

রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ি যায় ইডি আধিকারিকদের একটি দল। পাঁচ সদস্যের শেই দল গ্রামে ঢুকলেই তাঁদের ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তৃণমূল নেতার বাড়ি পৌঁছে তাঁকে ডাকাডাকি করলেও কোনও সাড়া শব্দ মেলেনি। এর পর দরজা ভাঙার উদ্যোগ নিতেই গ্রামবাসীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হন। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সেই সময় শাহজাহান বাইকে করে পালিয়ে যান।

তার পর শনিবার সকাল পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। খোঁজ মেলেনি তাঁর পরিবারের কোনও সদস্যেরও। 

এরই মধ্যে কুণাল ঘোষ জানান,  তিনি জানতে পেরেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে শাহজাহানেকে ইডি-র হাতে তুলে দিতে হবে, বলে রাজ্যকে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে। এ ব্যাপারে নাকি রাজ্য প্রশাসনের সঙ্গে ইডি-র কথাও হচ্ছে। যদিও এ ব্যাপারে ইডি কিছু জানায়নি। তবে ইডি সূত্রে খবর শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। 

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে ইডি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ৮০০ থেকে ১০০০ জনের জনতা ইডির তদন্তকারী অফিসারদের ঘিরে ধরে। ইডির দাবি, অফিসারদের খুনের উদ্দেশেই সেখানে উপস্থিত হয় জনতা। প্রসঙ্গত, সন্দেশখাবির তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। ঘটনায় ইডি তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে মারধরে উস্কানি দেওয়ার সন্দেহ প্রকাশ করেছে।

ইডি তার বিবৃতিতে জানিয়েছে, ৮০০ থেকে ১০০ জনের একটি সশস্ত্র দল, লাঠি, ইট, পাথর নিয়ে হাজির হয়। সেখানে তারা ইডি অফিসারদের তাড়া করে। ইডি অফিসারদের মারধর করা হয় বলে জানা গিয়েছে। তিনজন ইডি অফিসার গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আবার ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ন্যাজাট থানার পুলিশ। কিন্তু কীসের ভিত্তিতে ইডির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ? জানা যাচ্ছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা। সে কারণেই অভিযোগ দায়ের।