Mahendra Singh Dhoni’s New Video Enjoying Vacation With Daughter Ziva And Wife Sakshi Goes Viral

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটও খেলেন না তিনি। তবে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। গত বারের আইপিএলে মাঠে তাঁকে দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখেই বোঝা গিয়েছিল। আসন্ন আইপিএলেও তাঁকে ফের একবার খেলতে দেখা যাবে। চেন্নাই সুপার কিংস নিলামের আগেই তাদের অধিনায়ককে রিটেন করার কথা জানিয়ে দেয়।

ধোনি সশরীরে আইপিএল নিলামে উপস্থিত না থাকলেও, তাঁকে নিলামের দিনই দুবাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তার আগে তিনি বর্তমানে সপরিবারে ছুটি কাটাতে ব্যস্ত মাহি কন্যা জ়িভা তার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিওর একটি কোলাজ শেয়ার করেছেন। সেখান তাঁকে বাবার সঙ্গে খুনসুটি করা থেকে একসঙ্গে ডাইনিং টেবিলে নৈশভোজ সারতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরালও হয়েছে।

 


প্রসঙ্গত, সম্প্রতি ধোনি নিজের প্রাক্তন দুই সঙ্গীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। Aarka Sports Managment-এর দুই কর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অভিযুক্ত দুই কর্তা মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাস তাঁর সঙ্গে ১৫ কোটি টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ। রাঁচী আদালতে এই মর্মে মামলা দায়ের করেছেন মাহি। ২০১৭ সালে হওয়া একটি ক্রিকেট অ্যাকাডেমি সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে ধোনির তরফে। 

অভিযোগ, বিশ্বজুড়ে একটি ক্রিকেট অ্য়াকাডেমি খোলা হবে বলে ২০১৭ সালে ধোনির সঙ্গে নাকি একটি চুক্তি করেন দিবাকর। যদিও, দিবাকর চুক্তিতে বর্ণিত শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন। চুক্তির শর্ত অনুযায়ী, Aarka Sports ফ্র্যাঞ্চাইজি ফি দিতে এবং লভ্যাংশ ভাগ করতে বাধ্য ছিল। যদিও তা মেনে চলা হয়নি। অনেক চেষ্টার পরেও, চুক্তিতে উল্লেখিত শর্তাবলী উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে Aarka Sports-কে দেওয়া অথরিটি লেটার ২০২১ সালের ১৫ অগাস্ট প্রত্যাহার করে নেন MSD। এর পাশাপাশি বেশ কয়েকটি আইনি নোটিস পাঠান, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ধোনির প্রতিনিধিত্ব করা দয়ানন্দ সিং জানান, Aarka Sports তাদের সঙ্গে প্রতারণা করেছে। যার ফলে তাদের ১৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে মাঠে হাজির দুই বিহার দল! কী হল তারপর?