Ranji Trophy: Two Different Bihar Teams Arrive In The Ground To Face Mumbai Team Match Turns Into Chaos

পটনা: শুক্রবার, ৫ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে এবারের রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) মরশুম। আর মরশুমের প্রথম ম্যাচেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য এক নয়, দুই দুইটি ভিন্ন বিহার (Bihar Cricket Team) দল মাঠে উপস্থিত। আর সেই নিয়েই তুলকালাম।

পটনার মঈন উল হক স্টেডিয়ামে শুক্রবার বিহার এবং মুম্বইয়ের একে অপরের বিরদ্ধে খেলার কথা ছিল। কিন্তু সেই ম্যাচের জন্য একই সঙ্গে দুইটি ভিন্ন বিহার একাদশ মাঠে উপস্থিত হয়। গোটা ঘটনা ঘিরে মাঠেই বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Bihar Cricket Association) কর্মকর্তারা নিজেদের মধ্যে বিবাদেও জড়ান। এমনকী পরিস্থিতি সামাল দিতে পুলিশি হস্তক্ষেপেরও প্রয়োজন হয়। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের অনেকটাই পরে, দুপুর একটা নাগাদ ম্যাচ শুরু হয়।

বিহার ক্রিকেট সংস্থার সভাপতি রাকেশ তিওয়ারি এবং সচিব অমিত কুমার, দুই ভিন্ন দল বাছাই করেন। সেই ঘিরেই যত কাণ্ড। শেষমেশ সভাপতি রাকেশের বাছাই করা দলই সরফরাজ খানদের বিরুদ্ধে ম্যাচ খেলেন। রাকেশ নিজের বাছাই করা দলের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন তিনি মেধার ভিত্তিতেই দল বাছাই করেছেন যার মধ্যে আইপিএলে সুযোগ পাওয়া এক ক্রিকেটার এবং একজন ১২ বছর বয়সি ক্রিকেটারও রয়েছেন। অপরদিকে, তিনি আরও যোগ করেন যে নির্বাসিত সচিবের বাছাই করা দল কোনও গুরুত্ব নেই।

জবাবে অমিত কুমার বলেন তিনি নির্বাচনে জিতেই সচিব পদ পেয়েছেন। উপরন্তু, তিনি সভাপতির দল নির্বাচনের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। বিসিসিআইয়ের উদাহরণ টেনে অমিত বলেন যে বাছাই করা দল সবসময় সচিবই ঘোষণা করেন। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে পরবর্তীতে এক বিবৃতি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অমিতকেই দায়ী করা হয়। পাশাপাশি এক বোর্ড কর্তাকে আক্রমণের অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

গোটা ঝামেলা, গণ্ডগোলের মাঝে খেলা শুরু হওয়ার পর প্রথমে ব্যাট করে মুম্বই ২৫১ রানে অল আউট হয়ে যায়। ভুপেন লালওয়ানি মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৬৫ রানের ইনিংস খেলেন। বিহারের হয়ে বীর প্রতাপ সিংহ পাঁচ উইকেট নেন। জবাবে দ্বিতীয় দিনের শেষে বিহারের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৮৯ রান। মুম্বইয়ের হয়ে মোহিত অবস্থি চার উইকেট নিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: লম্বা সফরে স্বাস্থ্যের খেয়াল রাখতে রুটদের সঙ্গে ভারতে আসছেন বিশেষ রাঁধুনীও