Shankar Auddy: চা বিক্রেতা শংকর কীভাবে শত শত কোটি টাকার মালিক, ভাগ খেল কে কে? ফাঁস করলেন দেবদাস

চা বিক্রেতা শংকর আঢ্য কী করে কয়েকশ কোটি টাকার মালিক হলেন তার তদন্ত হওয়া দরকার। বনগাঁর প্রাক্তন তৃণমূলি পুরপ্রধান ইডির হাতে গ্রেফতার হওয়ার পর আরেকবার এই দাবি তুললেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শংকরের কালো টাকার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরহাদ হাকিম।

এদিন দেবদাসবাবু বলেন, ‘শংকর আঢ্য একটা সামান্য মানুষ ছিল, তার চায়ের দোকান ছিল। তিনি নিজে বলেছেন যে তিনি ঠেলায় করে চা বিক্রি করতেন। সেই শংকর আঢ্য কী করে শত শত কোটি টাকার মালিক হলেন তার তদন্ত হওয়া উচিত। পশ্চিমবঙ্গের পুলিশ কিছুই করবে না কারণ তাদের মদতেই শংকর আঢ্য তৈরি হয়েছে’।

এর পর শংকর আঢ্যর সম্পত্তির খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, ‘একাধিক জায়গায় তাঁর সম্পত্তি রয়েছে। বনগাঁ শহরে ও মহকুমায় অন্তত ২০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। বাটার মোড়ে ২টো সোনার দোকান। ওখানে কফি শপ আছে। কসমো বাজার তাঁর নামে। বিচুলিহাটায় তিন তলা বাড়ি পুরপ্রধান থাকাকালীন গায়ের জোরে দখল করেছেন। হীরামল গলিতে তার সোনার দোকান আছে। সেই সোনার দোকানের আসল মালিক যার বাড়ি কেড়েছিল সে। গোপালনগর থানা এলাকায় ১ বিঘা জমির ওপরে বড় গোডাউন রয়েছে। এরকম বিভিন্ন জায়গায় তাঁর সম্পত্তি রয়েছে। বাগদার হেলেঞ্চায় বড় সোনার শো রুম রয়েছে। কোথা থেকে করল? দিঘায় ২টো হোটেল আছে’। 

দেবদাসবাবুর সংযোজন, ‘কলকাতায় বাড়ি আছে। পাশে ২টো জমি আছে। তার একটায় নির্মাণকাজ চলছে। শুনতে পাচ্ছি সেখানে প্রোমোটিং হচ্ছে। ছয়ঘরিয়া পঞ্চায়েতে ১৭ বিঘা জমির ওপর মাল্টিন্যাশনাল স্কুল আছে। সেই জমি ৫ লক্ষ টাকা দিয়ে একজনের থেকে গায়ের জোরে দখল করা। তার মধ্যে আবার ৪ বিঘা খাস জমি রয়েছে। যে পাড়ায় সে বাস করে সেই শিমূলতলায় অর্ধেক বাড়ি ঘর দোর সে কেড়ে নিয়েছে। দিল্লিতে করোলবাগে তার ফ্ল্যাট আছে। দুবাইয়ে ছেলের নামে ব্যবসায় ২২ শতাংশ অংশীদারিত্বের কাগজ আমি দেখিয়েছিলাম’।

এমনকী শংকর আঢ্যের বিরুদ্ধে বাংলাদেশগামী ট্রাক থেকে তোলাবাজির অভিযোগও করেন তিনি। বলেন, ‘বনগাঁ শহর অমদানি – রফতানি ব্যবসার ওপর নির্ভরশীল। ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা নিয়ে প্রতি রাতে কয়েকশ গাড়ি পাঠিয়েছে। এক এক রাতে কয়েক কোটি টাকা আয় করেছে। পৌরসভা ও তৃণমূলকে সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে। আর এর ভাগ গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক আর ফিরহাদ হাকিমের কাছে’।

রেশন বণ্টন দুর্নীতিতে শুক্রবার গভীর রাতে তৃণমূল নেতা শংকর আঢ্যকে গ্রেফতার করে ইডি। তাঁকে বাড়ি থেকে বার করে নিয়ে আসার সময় ইডির গাড়িতে হামলা চালায় শংকরের অনুগামীরা।