কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে আর ঘণ্টা দুয়েক বাকি। রাত শেষে ভোরে দিকে রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে পৌঁছানো হয় ব্যালট পেপার।

রবিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার পর কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তায় পৌঁছানো হয় ব্যালট পেপার।

সরজমিনে দেখা যায়, ঢাকা-৬ আসনের অন্তর্গত নারিন্দা মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে ভোর ৫টা ৫০ মিনিটে। পুলিশ ও আনসারের একটি দল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছান। আসনটিতে মোট ৭ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার ২,৮১,৫১৫ জন।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. হিরু মিয়া বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে এই কেন্দ্রে ব্যালট পেপার এসেছে। আর গতকালই ব্যালটবক্সসহ অন্য সরঞ্জামগুলো কেন্দ্রে এসেছে।

এরআগে গতকাল শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে ব্যালট পেপার বাদে ঢাকার আসনগুলোর ভোটকেন্দ্রে পাঠানো হয় প্রার্থীদের মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণবিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন ধরনের ফরমসহ প্রায় ২০ রকমের সরঞ্জামাদি। রাজধানীর ১৫টি পয়েন্ট থেকে বিতরণ করা হয় ঢাকার ১৫টি আসনে ভোটের সরঞ্জাম। প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ-আনসারের একটি টিম কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম নিয়ে যান।