সারা দেশে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭.১৫% 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকাল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৭ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ভোটে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে খুলনা বিভাগে। এই বিভাগে গড়ে ৩২ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেটে। এ বিভাগে ৩টা পর্যন্ত গড়ে ২২ শতাংশ ভোট পড়েছে।

এছাড়াও ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, রাজশাহীতে ২৬ ভাগ, ময়মনসিংহতে ২৯ ভাগ ও রংপুর বিভাগে ২৬ শতাংশ। 

ইসি সচিব আরও জানান, বিকাল ৩টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন অভিযোগে ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জাল ভোট দেওয়া ও জাল ভোট দিতে সহায়তায় করায় ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।