Australia Women Ease To A Comfortable Six Wicket Win To Level Series Against Indian Women

মুম্বই: সিরিজ়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে লিড নিতে সক্ষম হয়েছিল ভারতীয় দল (INDW vs AUSW)। তবে দ্বিতীয় ম্যাচেই অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অজ়ি দল দুরন্তভাবে সিরিজ়ে ফিরল। এক ওভার বাকি থাকতেই ছয় উইকেটে সহজ জয়ে সিরিজ় ১-১ করে ফেলল অস্ট্রেলিয়া। ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতাই মূলত দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াল। ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ২৭ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন কিম গার্থ। 

অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বল হাতে অজ়িরা কিন্তু শুরুটা দুরন্তভাবে করে। ইনিংসের দ্বিতীয় ওভারেই শেফালি বর্মাকে এক রানে আউট করেন কিম গার্থ। তিনে নামা জেমাইমাকেও ১৩ রানে তিনিই সাজঘরে ফেরান। স্মৃতি মান্ধানা দেখেশুনে খানিকটা মন্থর গতিতেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে তিনিও ২৩ রানে আউট হন। ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কৌরও। ছয় রান করেন তিনি। ৫৪ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। পঞ্চম উইকেটে রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা ৩৩ রান যোগ করেন। রিচা ২৩ রানের ইনিংস খেলেন। দীপ্তি শর্মা ৩০ রান করেন। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে।

 

অল্প রানের পুঁজি নিয়ে ভারতকে ম্যাচ জেতার জন্য শুরুতেই উইকেট নিতে হত। তবে পাওয়ার প্লেতে কোনও সাফল্যই পায়নি ভারত। শেষমেশ দীপ্তি শর্মা দুই অজ়ি ওপেনার অ্যালিসা হিলিকে ২৬ এবং বেথ মুনিকে ২০ রানে সাজঘরে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে এলিস পেরি এবং থালিয়া ম্যাকগ্রার পার্টনারশিপ ভারতের বিরুদ্ধে প্রতিআক্রমণ শানায়। থালিয়াকে ১৯ রানে শ্রেয়াঙ্কা পাতিল সাজঘরে ফেরত পাঠান। প্রায় পরপরই অ্যাশলে গার্ডনারও ফেরেন। তবে ফিবে লিচফিল্ড ও পেরি ৩৬ রানের পার্টনারশিপে অজ়িদের জয় সুনিশ্চিত করেন। পেরি ৩৪ ও লিচফিল্ড ১৮ রানে অপরাজিত থাকেন।