Bangladesh Election 2024 LIVE: ‘কোনও সন্দেহ নেই যে জিতব’, ভোট দিয়ে বললেন হাসিনা

Bangladesh Election 2024 Live Updates: হিংসার আবহেই আজ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হল। সকাল আটটা থেকে শুরু হল ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত। বিএনপি-সহ একাধিক বিরোধী দল সেই নির্বাচন বয়কট করায় বিরোধী আসনে কোন দল বসবে, তা নির্ধারণ করতেই এবারের ভোটগ্রহণ হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত। সেই পরিস্থিতিতে ভোটের দিন উত্তপ্ত হতে পারে পরিবেশ। যা আঁচ করে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে। শেষপর্যন্ত কীভাবে বাংলাদেশে ভোট হচ্ছে, তার যাবতীয় টাটকা আপডেট দেখতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে চোখ রাখুন।

07 Jan 2024, 08:32:44 AM IST

Bangladesh Election 2024 Live Updates: হাসিনা সরকার গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে, দাবি BNP-র

বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী বলেন, ‘এই সরকার গলা পর্যন্ত পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। এটা গণতান্ত্রিক সরকার নয়। গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ অবশ্যই সেখানে থাকতে হবে,’

07 Jan 2024, 08:17:49 AM IST

Bangladesh Election 2024 Live Updates: সেনা, নৌসেনা থেকে বিজিবি – বাংলাদেশে ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত

ভোটের জন্য বাংলাদেশে প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্যে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনার ৩৮,১৫৪ জন, বাংলাদেশের নৌসেনার ২,৮২৭ জন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রায় ৪৬,০০০ হাজার সদস্য-সহ প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্যকে ভোটের জন্য নামানো হয়েছে।

07 Jan 2024, 08:05:31 AM IST

Bangladesh Election 2024 Live Updates: ‘কোনও সন্দেহ নেই যে জিতব’, ভোট দিয়ে বললেন হাসিনা

ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার জন্য সকাল আটটার আগেই ভোটকেন্দ্রে পৌঁছে যান আওয়ামি লিগ সভাপতি তথা প্রধানমন্ত্রী। ওই কেন্দ্রের প্রথম ভোটারই ছিলেন তিনি। ভোট দেওয়ার পরে হাসিনা বলেন, ‘ইনশাআল্লাহ, (নির্বাচনে) জয়ী হব, কোন সন্দেহ নেই।’

07 Jan 2024, 07:59:58 AM IST

Bangladesh Election 2024 Live Updates: বাংলাদেশে শুরু ভোটগ্রহণ

হিংসার আবহেই আজ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হল। সকাল আটটা থেকে শুরু হল ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত। বিএনপি-সহ একাধিক বিরোধী দল সেই নির্বাচন বয়কট করায় বিরোধী আসনে কোন দল বসবে, তা নির্ধারণ করতেই এবারের ভোটগ্রহণ হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত। সেই পরিস্থিতিতে ভোটের দিন উত্তপ্ত হতে পারে পরিবেশ। যা আঁচ করে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে।

07 Jan 2024, 07:47:17 AM IST

Bangladesh Election 2024 Live Updates: ২০০৮ সাল থেকে বাংলাদেশের নির্বাচনে ভোটদানের হার কত?

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের হার: ২০০৮ সালের নির্বাচনে ৮৭.১৩ শতাংশ ভোট পড়েছিল। ২০১৪ সালে সেটা কমে ঠেকেছিল ৪০.০৪ শতাংশ। সেই বছর নির্বাচন বয়কট করেছিল বিএনপি। আর ২০১৮ সালের নির্বাচনে ভোটদানের হার ছিল ৮০.২ শতাংশ।

07 Jan 2024, 07:37:10 AM IST

Bangladesh Election 2024 Live Updates: মধ্যরাত থেকে ১২ জেলার ভোটকেন্দ্রে আগুন, পড়ল বোমা

ভোটের আগে উত্তেজনা ক্রমশ বাড়ছে বাংলাদেশে। শনিবার রাত থেকে গাজিপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরগুনা, টাঙ্গাইল-সহ বাংলাদেশের ১২টি জেলায় ১৬টি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যার পর সিলেট, হবিগঞ্জের মতো জায়গায় ভোটকেন্দ্রের বাইরে বোমার শব্দ শোনা গিয়েছে।

07 Jan 2024, 07:27:08 AM IST

Bangladesh Election 2024 Live Updates: ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংসদ নির্বাচন?

সংশ্লিষ্ট মহলের মতে, বাংলাদেশের নির্বাচনের দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। কারণ হাসিনার আওয়ামি লিগ ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে চলতে যায়। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন ভারত-বিরোধী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছিল। তা নিয়ে চোখও বুজেছিল। সেখানে ক্ষমতায় এসে ওইসব জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে আওয়ামি লিগ সরকার।

07 Jan 2024, 07:07:48 AM IST

Bangladesh Election 2024 Live Updates: পরিবারের বাইরে নেতা হতে দেওয়া যাবে না, তাই নির্বাচন বয়কট BNP-র?

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন যে বিএনপির অন্তরেই রাজনৈতিক কিছু সমস্যা আছে৷ নেতৃত্ব নিয়ে সমস্যা আছে। বিএনপির প্রথম দুই নেতা নির্বাচনে দাঁড়াতে পারেননি৷ তাঁরা একই পরিবারের সদস্য। অনেকে বলেন, তাঁরা চাইছেন না যে পরিবারের বাইরে কোনও নেতা বড় তৈরি হোক। সেটা বিরোধী দলনেতাও হোক না কেন। অনেকে মনে করেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার এটা একটা কারণ৷

07 Jan 2024, 06:49:33 AM IST

Bangladesh Election 2024 Live Updates: কেন ভোট বয়কট করেছে বিএনপি-সহ অন্যান্য দল?

বিএনপি-সহ বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া সম্ভব নয়। সেজন্য নির্বাচন বয়কট করা হচ্ছে। যদিও পালটা বিএনপিকে আক্রমণ শানিয়েছেন হাসিনা। তিনি বলেছেন, ‘এবার ওরা দ্বাদশ সংসদীয় নির্বাচন রোখার চেষ্টা করছে। সেজন্য হিংসা এবং দেশবিরোধী কার্যকলাপের মাধ্যমে ওরা ফের মানুষকে আগুনে পুড়িয়ে মারছে।’

07 Jan 2024, 06:46:36 AM IST

Bangladesh Election 2024 Live Updates: বনধ, আগুন, হিংসা – আতঙ্কের মধ্যে কত ভোট পড়বে বাংলাদেশে? উদ্বিগ্ন সরকার

ভোটের দিন বনধের (৪৮ ঘণ্টার বনধ – শনিবার এবং রবিবার) ডাকা দিয়েছে বিএনপি-সহ একাধিক বিরোধী দল। আমজনতা যাতে ভোট না দেন, সেজন্য ওই দলগুলির তরফে আহ্বান জানানো হচ্ছে। সঙ্গে ভোটকেন্দ্র, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে আমজনতার মনে। সেই পরিস্থিতিতে কত শতাংশ ভোট পড়বে, তা নিয়ে ধন্দ আছে। ভোটদানের হার কম হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মত। যা নিয়ে উদ্বিগ্ন সরকার। সূত্রের খবর, ২০১৪ সালে যখন বিএনপি নির্বাচন বয়কট করেছিল, তখন বাংলাদেশে ৪০.০৪ শতাংশ ভোট পড়েছিল। এবার সেটা বাড়িয়ে কমপক্ষে ৫০ শতাংশ করতে মরিয়া শাসক দল আওয়ামি লিগ।

07 Jan 2024, 06:37:25 AM IST

Bangladesh Election 2024 Live Updates: ভোট না দিলে ভাতা বন্ধ, হুঁশিয়ারি বাংলাদেশে

রবিবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিয়ে আসাই এখন আওয়ামি লিগ, সরকার ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ভোট না দিলে সরকারি ভাতার কার্ড বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে কোনও কোনও এলাকায়। সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মৃণাল মোর্শেদ বলেছেন, ‘ভোটকেন্দ্রে ভোটাররা যাতে যান, তার জন্য নানা কৌশল অবলম্বন করেছি আমরা। এর মধ্যে একটি হল যে সরকারের বিভিন্ন ধরনের যাঁরা ভাতাভোগী আছেন, তাঁদের মৌখিকভাবে জানিয়ে দিয়েছি যে তাঁদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। নয়তো তাঁদের ভাতা বন্ধ করে দেওয়া হতে পারে। ইউনিয়ন পরিষদের ভাতাভোগীদের তালিকা আছে। সেই তালিকা ধরে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’

07 Jan 2024, 06:29:52 AM IST

Bangladesh Election 2024 Live Updates: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – একনজরে সব পরিসংখ্যান

বাংলাদেশে মোট সংসদীয় আসনের সংখ্যা হল ৩০০। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। কারণ নওগাঁ-২ আসনে নির্দল প্রার্থীর মৃত্যু হয়েছে। তাই সেখানে ভোটগ্রহণ স্থগিত আছে। মোট ভোটকেন্দ্রের সংখ্যা হল ৪২,০২৪। ৪৩৬ জন নির্দল প্রার্থী-সহ এবার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা হল ১,৯৬৯। মোট ভোটার হলেন ১১,৯৩,৩৩,১৫৭। মহিলা ভোটার হলেন ৫,৮৭,৪০,১৪০। পুরুষ ভোটারের সংখ্যা ৬,০৫,৯২,১৬৯। তৃতীয় শ্রেণির ভোটার হলেন ৮৪৮ জন। মোট নথিভুক্ত রাজনৈতিক দলের সংখ্যা হল ৪৪। ভোটে লড়ছে ২৮টি।

07 Jan 2024, 06:20:16 AM IST

Bangladesh Election 2024 Live Updates: বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনে কী ফলাফল হয়েছিল?

বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৪টি আসন জিতেছিল শেখ হাসিনার দল আওয়ামি লিগ। প্রধান বিরোধী দল বিএনপি পেয়েছিল মাত্র ছ’টি আসন। ২২টি আসনে জিতেছিল জাতীয় পার্টি। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল ১৬টি আসন। অর্থাৎ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারে ‘ক্লিন সুইপ’ করেছিল আওয়ামি লিগ।

07 Jan 2024, 06:20:17 AM IST

Bangladesh Election 2024 LIVE: বিরোধী কে? হিংসার আবহেই আজ ভোট দেবে বাংলাদেশ

Bangladesh Election 2024 Live Updates: হিংসার আবহেই আজ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল চারটে পর্যন্ত। বিএনপি-সহ একাধিক বিরোধী দল সেই নির্বাচন বয়কট করায় বিরোধী আসনে কোন দল বসবে, তা নির্ধারণ করতেই এবারের ভোটগ্রহণ হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত। সেই পরিস্থিতিতে ভোটের দিন উত্তপ্ত হতে পারে পরিবেশ। যা আঁচ করে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে।