BJP MLA Slaps Police Personnel: পুলিশকর্মীকে টেনে থাপ্পড় বিজেপি বিধায়কের, কী দাপট! দেখুন Video

মঞ্জিরী চিত্রে

মহারাষ্ট্রের পুনেতে একটি হাসপাতালের প্রোগ্রামে এক পুলিশকর্মীকে কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে। ওই বিধায়কের নাম সুনীল কাম্বলি। ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সূত্রের খবর, ওই বিধায়ক কোনভাবে টাল সামলাতে পারেননি। ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি। আর সেই সময় হাতের সামনে এক পুলিশকর্মী ছিলেন। প্রচন্ড রাগে তাকেই কষিয়ে চড় মারেন তিনি। এদিকে ঘটনার সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও উপস্থিত ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সেই ভিডিয়ো সামনে এনেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই বিধায়ক চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই পুলিশকর্মী তার উপর পড়ে গিয়েছিলেন। সেকারণে তিনি তাকে সরিয়ে দেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক মহিলা কর্মীকে তিনি হেনস্থা করেছিলেন বলে অভিযোগ।

 

বৃহস্পতিবার অপর একটি ঘটনায় মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা নেতা ( শিন্ডে গোষ্ঠী)আব্দুল সাত্তারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার জন্মদিনের পার্টিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে শ্রোতারা ভুলভাল আচরণ করবেন মেরে তাদের হাড় ভেঙে দেবেন। এই ধরনের একটি ভিডিয়ো সামনে এসেছে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

এটা বুধবার রাতের ঘটনা। লাবনী নৃত্যশিল্পী গৌতমী পাতিল মঞ্চে অনুষ্ঠান করছিলেন। সেই সময় এই ঘটনা হয়। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে সাত্তার মাইকে ঘোষণা করছেন, কার্যত নির্দেশ দিচ্ছেন পুলিশকে। তিনি পুলিশকে নির্দেশ দেন, যারা নাটক করবে তাদেরকে কুকুরের মতো করে পেটান। পিঠে দমাদম মারুন। এমন মারুন যে হাড়গোড় যেন ভেঙে যায়। ভিডিয়োতে তেমনি বলতে শোনা যায় তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায়।

তবে সেই বিতর্কের রেশ ফুরিয়ে যাওয়ার আগেই ফের নয়া বিতর্ক। এখানে হাসপাতালের প্রোগ্রামে এক পুলিশকর্মীকে কষিয়ে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে। ওই বিধায়কের নাম সুনীল কাম্বলি।