Ranji Trophy 2024: Cheteshwar Pujara Scores Stunning Double Ton, Mumbai On The Verge Of Emphatic Win

নয়াদিল্লি: জাতীয় দলে ব্রাত্য। তবে ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেই চোখধাঁধানো ফর্মে চেতেশ্বর পূজারা (Chesteshwar Pujara)। গতকালই প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারের ৬১তম শতরান পূরণ করেছিলেন তিনি। সেই শতরানকেই দ্বিশতরানের রূপান্তরিত করলেন পূজারা। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) মরশুমের প্রথম ম্যাচেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে অপরাজিত ২৪৩ রানের ইনিংস খেললেন।

পূজারার দুরন্ত দ্বিশতরান এবং প্রেরক মাঁকড়ের অপরাজিত ১০৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ঝাড়খণ্ডের বিরুদ্ধে চার উইকেটের বিনিময়ে ৫৭৮ রান তুলল সৌরাষ্ট্র। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় দিনশেষে ঝাড়খণ্ডের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৪০ রান। দিনশেষে ঝাড়খণ্ড ২৯৮ রানে পিছিয়ে।

 

অপরদিকে, গ্রুপ ‘সি’-র ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল গুজরাত। তিন উইকেটের বিনিময়ে ৩৮ রানে ইনিংস শুরু করে গুজরাত ৩১২ রান তোলে। উমং কুমার ৮৯ ও রিপল পটেল ৮১ রানের ইনিংস খেলেন। ২৯৯ রান তাড়া করতে নেমে দিনের শেষে তামিলনাড়ুর দুই উইকেটের বিনিময়ে ৩২ রান।

বিহারের বিরুদ্ধে সহজ জয়ের পথে মুম্বই। প্রথম ইনিংসে মুম্বই মাত্র ২৫১ রানে অল আউট হয়ে গেলেও মোহিত অবস্থির ছয় উইকেটে ভর করে প্রথম ইনিংসে বিহারকে ১০০ রানে অল আউট করে দেয় মুম্বই। ফলো অনে ব্যাট করতে নেমেও বিহারের অবস্থা বেশ শোচনীয়। দিনশেষে বিহারের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৯১ রান। এখনও ৬০ রানে পিছিয়ে বিহার। 

পাঞ্জাবের বিরুদ্ধে মণীশ পাণ্ডে ও দেবদত্ত পাড়িকালের শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষেই অনেকটা এগিয়ে গিয়েছিল কর্ণাটক। ছয় উইকেটের বিনিময়ে ৪৬১ রানে দিন শুরু করে কর্ণাটক আট উইকেটে ৫১৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। দিনশেষে প্রভসিমরণ সিংহের শতরান ও অভিষেক শর্মার ৯১ রানের ইনিংসে পাঞ্জাব তিন উইকেটের বিনিময়ে ২৩৮ রান তুলল। পাঞ্জাব বর্তমানে ১২৪ রানে এগিয়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলতে মাঠে হাজির দুই বিহার দল! কী হল তারপর?