Shakib Al Hasan Wins In Bangladesh Election By Huge Margin, As Per Reports

ঢাকা: বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক তিনি। দলকে ২২ গজে নেতৃত্ব দেন। তবে এবার ভোটের ময়দানে (Bangladesh Election) নেমেছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। সেখানেও বাজিমাত শাকিবের। মগুরা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সেখানেই বিরাট বড় ব্যবধানে জয় পান তিনি। জেলার মুখ্য় প্রশাসক আবু নাসের বাগ শাকিবের জয় সুনিশ্চিত করেছেন।

বাংলাদেশে বিএনপির (বাংলাদেশে ন্যাশনালিস্ট পার্টি) ভোট বয়কটের স্রোত ঠেলে আওয়ামি লিগের নৌকা ফের ভিড়ল পদ্মার পাড়ে! মুজিব কন্যার শেখ হাসিনার ফের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা। প্রাথমিক ট্রেন্ড যা উঠে আসছে, ৯০ শতাংশ আসনে আওয়ামি লিগ প্রার্থীরা এগিয়ে আছেন। সেই আওয়ামি লিগের হয়েই ভোটে দাঁড়িয়েছিলেন শাকিব। তিনি প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বলে জানানো হয়েছে। 

বর্তমান অধিনায়কের পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন অধিনায়কও জয় পেলেন। মাশরাফি বিন মোর্তাজা-সহ জয়ী হয়েছেন সিংহভাগ আওয়ামি লিগের প্রার্থী। বাংলাদেশে ৩০০টির মধ্যে ২৯৯-টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০৭টি আসনে সম্ভাব্য জয়ী শেখ হাসিনার আওয়ামি লিগ। ৫৩টি আসনে সম্ভাব্য জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।জাতীয় পার্টির ঝুলিতে আসতে চলেছে ৯টি আসন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 

অভিনেতা ফিরদৌসকে মনে পড়ে? ২০১৯-এর লোকসভা ভোটের সময় উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে বিতর্কে পড়েছিলেন। সেই ফিরদৌস এবার ঢাকার ১০ নম্বর আসন থেকে আওয়ামি লিগে-র তারকা প্রার্থী! ভোটের ব্যস্ততার মধ্যে এবিপি আনন্দর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা। বললেন, ‘তাপস, শতাব্দীকে দেখে নির্বাচনে লড়ার ইচ্ছা হয়েছিল।’ ভোটের সম্ভাব্য ফল অনুযায়ী, ফিরদৌসে আস্থা রেখেছেন বাংলাদেশের মানুষ। 

 শেখ হাসিনার মূল চ্যালেঞ্জার বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দি। বিএনপির আরেক শীর্ষ নেতা ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিদেশে। তাই আওয়ামি লিগের সঙ্গে যেটুকু লড়াই, তা বাংলাদেশের প্রয়াত নেতা এরশাদের জাতীয় পার্টি আর নির্দল প্রার্থীদের সঙ্গে। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, শেখ হাসিনা পেয়েছেন প্রায় আড়াই লক্ষ ভোট। মুজিব কন্যার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির শেখ আবুল কালাম ভোট পেয়েছেন মাত্র ৪৬০টি। অধিকাংশ আসনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে শেখ হাসিনার পঞ্চমবার শপথগ্রহণ করা এখন স্রেফ সময়েরই অপেক্ষা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে ব্যস্ত আফগানিস্তান সিরিজ়ে ব্রাত্য ভারতীয় তারকা ত্রয়ী