Ambati Rayudu Explains Reason Behind Leaving YSRCP Days After Joining The Party

নয়াদিল্লি: দিন কয়েক আগেই রাজনীতির ময়দানে নেমেছিলেন আম্বাতি রায়াডু (Ambati Rayudu)। পার্টি সুপ্রিমো ওয়াই এস জগন মোহন রেড্ডির উপস্থিতিতেই যোগ দিয়েছিলেন ওয়াইএসআরসিপি (YSRCP) দলে। তবে ৬ জানুয়ারিই পার্টি ছাড়ার কথা জানিয়ে রাজনীতি থেকে জন্য বিরতি নেওয়ার কথাও বলেছিলেন। এবার নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখা করলেন। আইএলটি২০ (ILT20) দ্বিতীয় মরশুমে এমআই এমিরেটসের (MI Emirates) হয়ে খেলবেন বলেই রায়াডু রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রায়াডু।

রায়াডুর পোস্ট অনুযায়ী আইএলটি-টোয়েন্টির নিয়ম রাজনীতিবদদের ক্রিকেটার হিসাবে টুর্নামেন্টে অংশগ্রহণের নিয়ম নেই। সেই কারণেই তিনি তড়িঘড়ি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় রায়াডু লেখেন, ‘আমি, আম্বাতি রায়াডু ২০ জানুয়ারি থেকে দুবাইয়ে অনুষ্ঠিত আইএলটি২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করব। এখানে পেশাদার খেলোয়াড় হিসাবে খেলতে হলে আমার রাজনীতি থেকে থাকার নিয়ম নেই।’

 

২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার পর এ মরশুমে আইএলটি২০-তে ফের একবার এমআই ফ্র্যাঞ্চাইজির হয়েরায়াডুকে খেলতে দেখা যাবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে ব্যস্ত আফগানিস্তান সিরিজ়ে ব্রাত্য ভারতীয় তারকা ত্রয়ী