Howrah-Puri Special Vande Bharat: হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত, তারিখগুলো জেনে নিন, বিরাট সুযোগ!

পুরী যাওয়া আরও সহজ। মানে কোন ট্রেনে যাবেন বলে ভাবছিলেন। সেক্ষেত্রে একটু বেশি ভাড়া দিয়ে আরাম করে চলে যান বন্দে ভারতে। হাওড়া থেকে পুরী স্পেশাল বন্দে ভারত। হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত। 

পুরী যাওয়ার জন্য় স্পেশাল বন্দে ভারত প্রতি বৃহস্পতিবার ছাড়া হচ্ছে। প্রথম ট্রেনটি ছাড়বে ১১ জানুয়ারি, পরের বন্দে ভারতটা ছাড়বে ১৮ তারিখ আর তারপরের বন্দে ভারতটি ছাড়বে ২৫ তারিখে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৬টা বেজে ১০ মিনিটে। আর পুরী গিয়ে ট্রেনটি পৌঁছবে দুপুর ১২টায়।

আবার সেদিনই পুরী থেকে ফেরার বন্দে ভারত ছাড়বে। এরপর সেটা আবার হাওড়া চলে আসবে। এগুলি স্পেশাল ট্রেন হিসাবে চালানো হচ্ছে। এই তিনটি ট্রেনে স্পেশাল ট্রেন হিসাবে চালানো হচ্ছে। জানিয়েছেন, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ পুরীতে বেড়াতে যেতে চান। সেকারণে ছুটির বিষয়টি মাথায় রেখে হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত ছাড়া হবে। ৯ জানুয়ারি থেকে রিজার্ভেশন চালু হয়ে যাচ্ছে। আশা করছি এই সুযোগটা ছাড়বেন না। পুরী ঘুরে আসুন বন্দে ভারতে। 

বাঙালির কাছে অত্যন্ত প্রিয় জায়গা হল এই পুরী। দিন কয়েকের ছুটি পেলেই মনটা পুরী পুরী করে। তবে এবার বন্দে ভারতেই চলে যেতে পারেন সৈকত শহর পুরীতে। জগন্নাথ দর্শনও করে আসুন শীতের রোদ গায়ে মেখে। 

এই স্পেশাল বন্দে ভারত খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেওনঝাড় রোড, খুরদা রোড, ভুবনেশ্বর স্টেশনে থামবে। এই স্পেশাল ট্রেনের জেরে আরও ৬৭৬৮টি অতিরিক্ত আসন তৈরি হল ওই রুটে। ফলে টিকিট পাওয়াটা তুলনায় সুবিধের হল। এদিকে অনেকেই ভাবছেন ২৩ শে জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্য়ে পুরী যেতে। সেক্ষেত্রে ২৫ জানুয়ারির ট্রেনটা ধরতেই পারেন।

পূর্ব রেলের তরফে জানা গিয়েছে এই স্পেশাল বন্দে ভারতে ১২টি এসি চেয়ার কার ও ২টি এক্সিকিউটিভ চেয়ার কার থাকবে। কাল থেকেই রিজার্ভেশন শুরু। সেক্ষেত্রে আর দেরি করবেন না। বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এখনই ছুটির জন্য় বলে রাখুন বসকে। এরপর ব্য়াগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। তার আগে টিকিটটা কেটে রাখুন। দুপুরের মধ্য়ে পৌঁছে যাবেন পুরীতে। তারপর টুক করে স্নানটা সেরে আসতেই পারেন।