Infosys Untold Story: বাবা, কাকে বেশি ভালোবাসো? ইনফোসিসের জন্মদিন এলেই হিংসে হত নারায়ণ মূর্তির সন্তানদের, কেন জানেন?

ইনফোসিসের জন্মদাতা নারায়ণ মূর্তি। সহ প্রতিষ্ঠাতা। কিন্তু একদিনে তিনি এমন জায়গায় এসেছিলেন সেটা নয়। বহু চড়াই উতরাই টপকে তিনি এই জায়গায় আসেন। সম্প্রতি তাঁকে নিয়ে একটি বই লেখা হয়েছে। An Uncommon love: The Early life of Sudha and Narayana Murthy। লেখিকা চিত্রা ব্যানার্জি দিবাকারুনি। সেই বইতে নারায়ণ মূর্তির জীবনের প্রথম দিকে সেই কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করা রয়েছে।

 নারায়ণ মূর্তির দুই সন্তান অক্ষতা ও রোহন।

বইতে উল্লেখ করা হয়েছে, তাদের মা সুধা মাঝেমধ্য়েই বলতেন ইনফোসিসের জন্য় তাদের অনেক স্বার্থত্যাগ করতে হবে। তিনি বলতেন, এটার জন্য় অনেক স্বার্থত্যাগ করতে হবে। না হলে এটা কিছুতেই বাঁচবে না। 

এদিকে মা যখন এই কথা বলতেন তখন যথেষ্ট চাপে পড়়ে যেতেন তাঁদের দুই সন্তান। বাবা মায়ের কাছে কিছু চাইবেন সেটাও দুবার ভাবতেন তারা। কার্যত ইনফোসিস যেন তাদের সন্তানের মতো ছিল। আর অক্ষতা আর রোহন বুঝে গিয়েছিলেন, কেন তাদের বাবাকে তারা বিশেষ বাড়িতে দেখতে পান না। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি কাজ করেন। ব্যবসার জন্য় দূর দেশে যেতে হয় তাঁকে। আর যেদিন ইনফোসিসের জন্মদিন থাকত তখন অক্ষতা আর রোহনের রীতিমতো হিংসে হত।

আসলে ইনফোসিসের জন্য় নিবেদিত প্রাণ ছিলেন নারায়ণ মূর্তি ও সুধামূর্তি।

এদিকে ইনফোসিসের জন্মদিনে একেবারে বিরাট ব্যাপার। কেক কাটা হত। বিরাট খাওয়াদাওয়া। কর্মী, ভেন্ডরদের জন্য় খাওয়ার ব্যবস্থা করা হত। উপহার আসত নানা সময়। আর নারায়ণমূর্তির সন্তানদের জন্মদিন হত একেবারে সাদামাটাভাবে। বাড়ির রান্না দিয়েই খাওয়াদাওয়া হত। পরিবারের লোকজনই থাকতেন। উপহার যা আসত বেশিরভাগই বই। আর বেশি কিছু চাইলেই সুধা বলতেন, দামী কিছু দেওয়ার মতো আমাদের কিছু নেই।

একদিন রোহন শুনতে পান, তাদের মাকে এক বোর্ড মেম্বার বলছেন, নারায়ণ মূর্তির জীবনে ইনফোসিস হল নম্বর ১। এরপর সুধা বলেন, নম্বর ২টা কে? আমার সন্তানরা নাকি আমি?

ওই বোর্ড মেম্বার কিছুক্ষণ থেমে যান। তিনি বলেন, নম্বর ২, নম্বর ৩ সবই ইনফোসিস। রোহন গোটা বিষয়টি শুনেছিলেন। এরপর দেখেন সুধাও কেমন বিষয়টি মেনে নিলেন। 

এরপর রোহন তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে, অক্ষতাকে নাকি ইনফোসিসকে কাকে বেশি ভালোবাসো? নারায়ণমূর্তির জবাব ছিল তোমাদের দুজনকেই ভালোবাসি। কিন্তু এটা বিশ্বাস করতে পারেননি রোহন। টাইমস অফ  ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।