PNB Fixed Deposit Interest Rate Hike: ৮ দিনের মধ্যে ২ বার FD-তে সুদের হার বাড়াল PNB! কোন মেয়াদে কত ইন্টারেস্ট? তালিকা

আটদিনের মধ্যে দু’বার ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার পরিবর্তন করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। গত ১ জানুয়ারি কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়েছিল। আবার কয়েকটি ক্ষেত্রে সুদের হার কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এবার আবার একটি মেয়াদের এফডিতে সুদের হার বাড়ানো হল। যা ৮ জানুয়ারি (সোমবার) থেকে কার্যকর হয়েছে বলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। বাকি মেয়াদের ক্ষেত্রে অবশ্য ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করা হয়নি।

কোন কোন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হল? 

৩০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৮ শতাংশ সুদ বাড়ানো হয়েছে। এতদিন সাধারণ নাগরিকদের ৬.২৫ শতাংশ সুদ দেওয়া হত। এখন সেটা বাড়িয়ে ৭.০৫ শতাংশ করা হয়েছে। আর প্রবীণ নাগরিকরা ৭.৫৫ শতাংশ হারে সুদ পাবেন। আর ‘সুপার সিনিয়র সিটিজেন’-র ক্ষেত্রে সুদ মিলবে ৭.৮৫ শতাংশ হারে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত (সাধারণ নাগরিক)?

১) ৭ দিন থেকে ১৪ দিন: ৩.৫ শতাংশ। 

২) ১৫ দিন থেকে ২৯ দিন: ৩.৫ শতাংশ। 

৩) ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ। 

৪) ৪৬ দিন থেকে ৬০ দিন: ৪.৫ শতাংশ। 

৫) ৬১ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ। 

৬) ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ। 

৭) ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৬ শতাংশ। 

৮) ২৭১ দিন থেকে ২৯৯ দিন: ৬.২৫ শতাংশ। 

৯) ৩০০ দিন: ৭.০৫ শতাংশ। 

১০) ৩০১ দিন থেকে ১ বছরের কম: ৬.২৫ শতাংশ। 

১১) ১ বছর: ৬.৭৫ শতাংশ। 

১২) ১ বছর থেকে ৩৯৯ দিন: ৬.৮ শতাংশ। 

১৩) ৪০০ দিন: ৭.২৫ শতাংশ। 

১৪) ৪০১ দিন থেকে ২ বছর: ৬.৮ শতাংশ। 

১৫) ২ বছরের বেশি থেকে ৩ বছর: ৭ শতাংশ। 

১৬) ৩ বছরের বেশি থেকে ৫ বছর: ৬.৫ শতাংশ। 

১৭) ৫ বছরের বেশি থেকে ১০ বছর: ৬.৫ শতাংশ।

আরও পড়ুন: FD interest rate hikes: FD-তে সুদের হার বাড়াল PNB, SBI; অন্যান্য ব্যাঙ্কে ইন্টারেস্ট কত? দেখুন লিস্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত (প্রবীণ নাগরিক)?

১) ৭ দিন থেকে ১৪ দিন: ৪ শতাংশ।

২) ১৫ দিন থেকে ২৯ দিন: ৪ শতাংশ।

৩) ৩০ দিন থেকে ৪৫ দিন: ৪ শতাংশ।

৪) ৪৬ দিন থেকে ৬০ দিন: ৫ শতাংশ।

৫) ৬১ দিন থেকে ৯০ দিন: ৫ শতাংশ।

৬) ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৫ শতাংশ।

৭) ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৬.৫ শতাংশ।

৮) ২৭১ দিন থেকে ২৯৯ দিন: ৬.৭৫ শতাংশ।

৯) ৩০০ দিন: ৭.৫৫ শতাংশ।

১০) ৩০১ দিন থেকে ১ বছরের কম: ৬.৭৫ শতাংশ।

১১) ১ বছর: ৭.২৫ শতাংশ।

১২) ১ বছর থেকে ৩৯৯ দিন: ৭.৩ শতাংশ।

১৩) ৪০০ দিন: ৭.৭৫ শতাংশ।

১৪) ৪০১ দিন থেকে ২ বছর: ৭.৩ শতাংশ।

১৫) ২ বছরের বেশি থেকে ৩ বছর: ৭.৫ শতাংশ।

১৬) ৩ বছরের বেশি থেকে ৫ বছর: ৭ শতাংশ।

১৭) ৫ বছরের বেশি থেকে ১০ বছর: ৭ শতাংশ।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত (সুপার সিটিজেন)?

১) ৭ দিন থেকে ১৪ দিন: ৪.৩ শতাংশ।

২) ১৫ দিন থেকে ২৯ দিন: ৪.৩ শতাংশ।

৩) ৩০ দিন থেকে ৪৫ দিন: ৪.৩ শতাংশ।

৪) ৪৬ দিন থেকে ৬০ দিন: ৫.৩ শতাংশ।

৫) ৬১ দিন থেকে ৯০ দিন: ৫.৩ শতাংশ।

৬) ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৫.৩ শতাংশ।

৭) ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৬.৮ শতাংশ।

৮) ২৭১ দিন থেকে ২৯৯ দিন: ৭.০৫ শতাংশ।

৯) ৩০০ দিন: ৭.৮৫ শতাংশ।

১০) ৩০১ দিন থেকে ১ বছরের কম: ৭.০৫ শতাংশ।

১১) ১ বছর: ৭.৫৫ শতাংশ।

১২) ১ বছর থেকে ৩৯৯ দিন: ৭.৬ শতাংশ।

১৩) ৪০০ দিন: ৮.০৫ শতাংশ।

১৪) ৪০১ দিন থেকে ২ বছর: ৭.৬ শতাংশ।

১৫) ২ বছরের বেশি থেকে ৩ বছর: ৭.৮ শতাংশ।

১৬) ৩ বছরের বেশি থেকে ৫ বছর: ৭.৩ শতাংশ।

১৭) ৫ বছরের বেশি থেকে ১০ বছর: ৭.৩ শতাংশ।

আরও পড়ুন: Family Pension: স্বামীর সঙ্গে ঝগড়া? সন্তানদের ফ্যামিলি পেনশনের নমিনি করতে পারবেন মহিলা কর্মীরা, জানুন নয়া নিয়ম