আব্দুস শহীদের মন্ত্রী হওয়ার খবরে মৌলভীবাজারে উৎসব

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর মন্ত্রী হচ্ছেন। তার মন্ত্রী হওয়ার খবরে মৌলভীবাজার জেলাসহ তার নির্বাচনি এলাকায় বইছে আনন্দের বন্যা।

আব্দুস শহীদ মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভাসহ ১৮টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে একটানা এ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে জেলার কমলগঞ্জ গণ মহা বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডয়িাম সদস্য। তিনি প্যানেল স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের তিনি ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যান্য এমপিদের সঙ্গে বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নেন আব্দুস শহীদও। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে তিনি পেলেন সুখবর। মন্ত্রিসভায় ঠাঁই পেলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।

বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ড. মো. আব্দুস শহীদ মন্ত্রী হচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এমন ব্যক্তিদের নামের তালিকা। সেই তালিকায় আব্দুস শহীদের নাম থাকায় দলীয় নেতাকর্মীসহ এ সংসদীয় আসনের জনতার মাঝে উচ্ছ্বাস দেখা যায়। পরে নতুন মন্ত্রিসভার নামের তালিকায় তার নাম বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হওয়ায় এ সংসদীয় আসনের মানুষ আনন্দের জোয়ারে ভাসছেন।

মন্ত্রী করায় আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন উল্লেখ করে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কোন মন্ত্রণালয় মিলছে তা এখনও জানানো হয়নি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।’

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগত জ্যোতি ধর শুভ্র বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৎ, কর্মঠ ও জনপ্রিয় এ নেতা তৃণমূল নেতাকর্মীদের সুখ-দুঃখের ভাগিদার। দীর্ঘকাল ধরে দলের জন্য সর্বস্ব দিয়ে কাজ করে তিনি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ততা অর্জন করেছেন। তার মন্ত্রিত্ব পাওয়ার সুখবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

একই কথা জানালেন আওয়ামী নেতা ফয়েজ আহমেদ, এনাম হোসেন মামুন, আকরাম খান, আকবর হোসেন শাহীন। এলাকায় সাধারণ মানুষ তাদের নেতার মন্ত্রী হওয়ার খবরে আনন্দ প্রকাশ করছেন বলে জানান তারা।

আরও পড়ুন- মৌলভীবাজারের সব আসনে নৌকা জয়ী, টানা সপ্তমবার এমপি হলেন আব্দুস শহীদ